Ahmedabad Plane Crash: আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, শোকস্তব্ধ গোটা দেশ, প্রার্থনা করছেন ইউসুফ পাঠান
Ahmedabad Plane Accident: দুর্ঘটনার সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । অনেকেই দেখে শিউরে উঠছেন । বিমানটি লন্ডন যাওয়ার পথে রওনা হচ্ছিল । টেক অফের সময় এই ঘটনা ঘটে ।

আমদাবাদ: বৃহস্পতিবার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল গোটা দেশ । আমদাবাদ বিমানবন্দরের (Ahmedabad Plane Crash) কাছে ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছে । এই বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । অনেকেই দেখে শিউরে উঠছেন । বিমানটি লন্ডন যাওয়ার পথে রওনা হচ্ছিল । টেক অফের সময় এই ঘটনা ঘটে ।
ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেন । সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন । তিনি লিখেছেন, "আমদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার আমদাবাদ-লন্ডন বিমানের ঘটনা শুনে খুবই মর্মাহত । সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের সুরক্ষার জন্য প্রার্থনা করি ।"
Very shocked to hear about the #AirIndia Ahmedabad-London flight incident near Ahmedabad airport. Praying for the safety of all passengers and crew. 🙏#PlaneCrash #Ahmedabad
— Yusuf Pathan (@iamyusufpathan) June 12, 2025
ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী বিমানকে গ্রাস করেছে । বিমানে প্রায় ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI । তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যাচ্ছে না । সব মিলিয়ে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Ahmedabad Plane Crash) ।
#WATCH | Relief and rescue efforts are underway at the site of Air India plane crash in Ahmedabad pic.twitter.com/PBnObCxEJr
— ANI (@ANI) June 12, 2025
ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে । বিমানটি আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে জানা গিয়েছে । উড়ানের সময় দুর্ঘটনাটি ঘটে । বিমানটি আছড়ে পড়ে বলে জানা যাচ্ছে । বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে । আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে । বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা । আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে । আর তাতেই আরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । (Plane Crash News)




















