Ajinkya Rahane: কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই রানের ফুলঝুরি, মুস্তাকে ফের বিধ্বংসী ব্যাটিং রাহানের
Syed Mushtaq Ali Trophy 2024: ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২২৯ রান বোর্ডে তুলে নেয় অন্ধ্র প্রদেশ। কে এস ভরত ৫৩ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রিকি ভুঁই ৬৮ রান করেন।

মুম্বই: জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে। আদৌ কোনওদিন আর ফিরতে পারবেন কি না তা নিশ্চিত নয়। তবে আইপিএলে কেকেআরে যোগ দেওয়ার পর থেকেই যেন পুরনো ফর্ম ফিরে পেয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Syed Mustaq Ali T20) ধারাবাহিক পারফরম্য়ান্স করে চলেছেন ডানহাতি ভারতীয় ব্যাটার। মুম্বইয়ের হয়ে ৫৪ বলে ৯৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাহানে। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। মুম্বইও অন্ধ্র প্রদেশকে হারিয়ে মুস্তাকের নক আউটে পৌঁছে যায়।
ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২২৯ রান বোর্ডে তুলে নেয় অন্ধ্র প্রদেশ। কে এস ভরত ৫৩ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রিকি ভুঁই ৬৮ রান করেন। রান তাড়া করতে নেমে রাহানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে মুম্বইয়ের জয়ের রাস্তা সহজ হয়ে যায়। পৃথ্বী শ ৩৪ রানের ইনিংস খেলে আউট হন। শ্রেয়স আইয়ার ১১ বলে ২৫ রান করেন। শেষ ১০ বলে ২৬ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। সেখান থেকে সুর্যংশ শেদগের দুরন্ত ইনিংস খেলেন। ৮ বলে ৩০ রান। মারেন তিনটি ছয় ও দুটো বাউন্ডারি হাঁকান। ৬ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে মুম্বই নক আউটে পৌঁছল। অন্য়দিকে অন্ধ্রও সমসংখ্যক পয়েন্ট ঝুলিতে পুরলেও রান রেটের বিচারে এগিয়ে থাকায় তাঁরাও নক আউটে পৌঁছে গেল। আজকের ইনিংসের পর চলতি মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বার অর্ধশতরান হাঁকালেন রাহানে। এর আগে ৫২, ৬৮ রানের ইনিংস খেলেছিলেন।
এদিকে, এই ইনিংসের পর কেকেআরে রাহানের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও শক্ত হল। এমনিতেও রাহানেকেই কেকেআর টিম ম্য়ানেজমেন্ট অধিনায়ক হিসেবে আগামী মরশুমে দেখতে চায়। অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড বেশ ঈর্ষণীয়। দেশের জার্সিতে তো নেতৃত্ব দিয়েইছেন। এমনকী আইপিএলেও দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিভিন্ন ফর্ম্য়াটে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের নেতৃত্বভার সামলেছেন। মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জিতেছেন। ২০১৮, ২০১৯ মরশুমে রাজস্থান রয়্যালসকে আইপিএলে নেতৃত্ব দিয়েছিলেন।
কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্দরমহলের এক সূত্র জানিয়েছেন, ''হ্যাঁ, এটা ঠিক যে রাহানেই এই মুহূর্তে অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে। প্রায় ৯০ শতাংশ তিনিই হবেন। কেকেআর নিলামে ওঁকে নিয়েওছে এই জন্যই, যাতে অধিনায়কত্বের ব্যাটন ওঁর কাঁধে দেওয়া যায়।''




















