Indian Cricket Team: ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হচ্ছেন আগরকর?
Ajit Agarkar: অজিত আগরকর ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন।
নয়াদিল্লি: গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকি প্রধান নির্বাচক বাছতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রধান নির্বাচক পদে আবেদন করার শেষ দিন ৩০ জুন এবং ১ জুলাই এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বলেই খবর।
গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক বলেন, 'সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) এমন একজন নির্বাচককে বাছাই করতে বলেছে, যিনি মতবিরোধ হলে টিম ম্যানেজমেন্টের নামী দামি তারকাদের বিরুদ্ধে কথা বলতে পারেন।' শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকরকে (Ajit Agarkar) এই পদে নিয়োগ করা হতে পারে। অতীতেও আগরকরের নাম এই পদের সঙ্গে যুক্ত হয়েছে বটে। তবে এবার তিনিই অবশেষে প্রধান নির্বাচক হতে চলেছেন বলে একাধিক মহলে খবর।
আগরকর কিন্তু চাপ নিতে অভ্যস্ত। তিনি ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফেরও অঙ্গ ছিলেন তিনি। তবে প্রধান নির্বাচক হলে অবশ্য সেই পদ তাঁকে ছাড়তে হবে। তবে এই সিদ্ধান্তে সম্ভবত সিলমোহর সপ্তাহের শেষের দিকেই পড়বে। আগরকর যদি প্রধান নির্বাচক পদে নিযুক্ত হন, তাহলে তিনি সলিল আঙ্কোলার পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে দ্বিতীয় নির্বাচক হিসাবে কমিটিতে যোগ দেবেন।
ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক নিয়োগ করার পাশাপাশি ভারতীয় মহিলা দলের প্রধান কোচও নিয়োগ করা হবে। সেই দৌড়ে এগিয়ে অমল মজুমদার ও তুষার আরোঠে। তাঁদের নিয়োগ করার আগে ৩০ তারিখ ইন্টারভিউ নেওয়া হবে। অমল বরোদার কোচ হওয়ার দৌড়েও রয়েছেন। তিনি এর আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সঙ্গেও কোচিংয়ের কাজ করেছেন। আরোঠে ভারতীয় দলকে কিন্তু আগেও কোচিং করিয়েছেন। শোনা যাচ্ছে প্রাক্তন ডারহ্যাম কোচ জন লুইসও এই কোচের পদের জন্য আগ্রহী এবং তিনি আবেদনপত্র জমা দিয়েছেন। ক্রিকেট উপদেষ্টা কমিটিই কোচ নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?