INDW vs AUSW: মুনি, হিলির অর্ধশতরানে ভর করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সিরিজ় জয়
India Women vs Australia Women: ভারতের হয়ে ব্যাট হাতে সর্বাধিক ৩৪ রানের ইনিংস খেলেন বাংলার রিচা ঘোষ।
মুম্বই: ভারতের বিরুদ্ধে (INDW vs AUSW) সিরিজ় নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজেই সাত উইকেটে জয় পেল অস্ট্রেলিয়ান দল। সৌজন্যে দুই অজ়ি ওপেনার অ্যালিসা হিলি (Alyssa Healy) ও বেথ মুনির অর্ধশতরান। ১৪৮ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অজ়িরা। এই জয়ের সুবাদে টি-টোয়েন্টি সিরিজ়ও ২-১ স্কোরলাইনে নিজেদের নামে করে হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল।
এদিন টস জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আহ্বান জানান। শেফালি বর্মা কিন্তু ব্যাট হাতে ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন। কিম গার্থের এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান ভারতীয় ওপেনার। তবে তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের পঞ্চম ওভারেই মেগান শ্যুটের বলে ২৬ রানে আউট হন শেফালি। ৩৯ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। তবে শেফালি আউট হলেও ভারত পাওয়ার প্লের ছয় ওভারেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে।
তবে পরপর তিন ওভারে তিন উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা ২৯ ও জেমাইমা রডরিগেজ দুই এবং হরমনপ্রীত কৌর তিন রানে আউট হওয়ায় ভারত চাপে পড়ে যায়। পরপর তিন ধাক্কার পর ভারতের ইনিংস গড়ার দায়ভার এসে পড়ে বাংলা দলের দুই তারকা রিচা ঘোষ (Richa Ghosh) এবং দীপ্তি শর্মার কাঁধে। পঞ্চম উইকেটে দুইজনে ৩৩ রান যোগ করেন বটে, তবে দীপ্তি দ্রুত গতিতে রান করতে ব্যর্থ হন। ভারত শতরানের গণ্ডি পার করার আগেই ১৮ বলে ১৪ রান করে আউট হন দীপ্তি।
রিচা ঘোষ আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতকে ১৫০ রানের কাছাকাছি নিয়ে যান। আমনজ্যোত কৌর ১৭ রানের ইনিংস তাঁকে সঙ্গ দেন। ভারত বিশ ওভারে লড়াই করার মতো ১৪৭ রান বোর্ডে তোলে। ম্যাচ জিততে ভারতের নতুন বলে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। তবে ভারতীয় বোলাররা তা করতে তো ব্যর্থ হনই, উপরন্তু হিলি, মুনির আগ্রাসী ব্যাটিংয়ে সম্পূর্ণ ব্যাকফুটে চলে যায় ওমেন ইন ব্লু।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়া ৫০ রানের গণ্ডি পার করে ফেলে। হিলি চতুর্থ ওভারে তিতাসকে তিনটি চার মারেন। পরের ওভারেই রেণুকা ঠাকুরের বলে দুই চার এবং এক ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। মাত্র ৩৪ বলেই অজ়ি অধিনায়ক নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন। ম্যাচের দশম ওভারে দীপ্তি শর্মা অবশেষে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ৫৫ রানে এলবিডব্লু হন হিলি। তবে এর কোনও লাভ তুলতে পারেনি ভারত।
থালিয়া ম্যাকগ্রা এবং বেথ মুনি দ্বিতীয় উইকেটে ৩২ রান যোগ করে অস্ট্রেলিয়াকে শতরানের গণ্ডি পার করান। পূজা বস্ত্রকর পরপর বলে থালিয়াকে ২০ ও এলিস পেরিকে শূন্য রানে আউট করেন বটে। তবে মুনি এবং ফিবি লিচফিল্ড ক্রিজ়ে উপস্থিত থেকে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করেন। মুনি ৫২ ও লিচফিল্ড ১৭ রানে অপরাজিত থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অতীতে সবাই বল বিকৃত করত, সবথেকে বেশি করত পাক বোলাররা! বিস্ফোরক দাবি ভারতীয় প্রাক্তনীর