Suryakumar Yadav: 'সূর্যকুমার আমায় প্রচুর মেসেজ করতেন', অভিনেত্রী-মডেল খুশি মুখোপাধ্যায়ের দাবিতে শোরগোল
Suryakumar Yadav Khushi Mukherjee Rumours: সম্প্রতি এক ইভেন্টে কথা বলতে গিয়ে খুশি দাবি করেন তাঁকে অতীতে সূর্যকুমার যাদব মেসেজ করতেন। অবশ্য এখন আর তাঁদের কথা হয়না বলেও জানান তিনি।

মুম্বই: অভিনেত্রী, মডেল খুশি মুখোপাধ্যায়ের (Khushi Mukherjee) সম্প্রতি এক দাবিতে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। খুশির দাবি বহু ক্রিকেটারই তাঁর প্রতি আকৃষ্ট এবং সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবেরও (SuryaKumar Yadav)।
সম্প্রতি এক ইভেন্টে কথা বলতে গিয়ে খুশি দাবি করেন তাঁকে অতীতে সূর্যকুমার যাদব মেসেজ করতেন। অবশ্য এখন আর তাঁদের কথা হয়না বলেও জানান তিনি। তিনি কোনও ক্রিকেটারকে ডেট করতে আগ্রহী কি না জানতে চাইলে অভিনেত্রী দাবি করেন, 'আমি কোনও ক্রিকেটারকে ডেট করতে চাই না। আমার পিছনে তো বহু ক্রিকেটার পড়ে ছিল। সূর্যকুমার আমায় প্রচুর মেসেজ করতেন। এখন আর আমরা তেমন কথাবার্তা বলি না। আর সত্যি বলতে আমি এসবে যুক্ত থাকতেও চাই না। আমায় নিয়ে এসব লিঙ্ক-আপ আমি পছন্দ করি না।'
খুশির এহেন দাবিতে স্বাভাবিকভাবেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের তরফে কোনওরকম মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য সূর্যকুমার হালেই তাঁর স্ত্রী দেবিশার সঙ্গে অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে গিয়েছিলেন। বৈকুন্ঠ একাদশী পুণ্য তিথিতে তাঁরা এই মন্দিরে একসঙ্গে পুজোও দেন।
আপাতত সূর্যকুমারসহ গোটা ভারতীয় দল আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্ষণিকের বিরতিতে রয়েছেন। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ় দিয়েই তিনি গুরুত্বপূর্ণ বছর শুরু করবেন। ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে বিশের বিশ্বকাপের আসর বসতে চলেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দলকে তিনি নেতৃত্ব দেবেন। তবে দলে তাঁর জায়গাও কিন্তু পাকা নয়।
গত বছরটা ব্যাটার সূর্যর জন্য খানিকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে। দল জিতলেও, ব্যাটে বড় রান পাননি। যাচ্ছে যে বিশ্বকাপের আগে দলের ছন্দ যাতে নষ্ট না হয়, তার জন্য়ই সূর্যকে অধিনায়ক হিসবে রেখে দেওয়া হলেও টুর্নামেন্টের পরেই নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে সূর্যকে। তার অন্য়তম কারণ হতে পারে সূর্যর বয়স।
৩৫ ছুঁইছুঁই সূর্য দেশকে বিশ্বকাপ এনে দিলেও তাঁকে সরতে হতে পারে। ভবিষ্যতের কথা ভেবেই হয়ত অন্য় কাউকে এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে। উল্লেখ্য, সূর্যকুমারের নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিরুদ্দে পাঁচ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল।




















