Deepti Sharma: গত ম্যাচে ইতিহাস গড়েছিলেন স্মৃতি, আজ বিশ্বরেকর্ড গড়ার হাতছানি দীপ্তি শর্মার সামনে
Deepti Sharma Record: আপাতত ১৮.৯৪ গড়ে ১৩২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৫১টি উইকেট নিয়েছেন দীূপ্তি শর্মা।

তিরুঅনন্তপুরম: পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ় আগেই পকেটে পুরে নিয়েছে ভারত। শ্রীলঙ্কান মহিলা দলের বিরুদ্ধে শুধু প্রথম চার ম্যাচ জেতাই নয়, কার্যত আগাগোড়া দাপট দেখিয়ে চামারি আত্তাপাত্তুর দলকে দুরমুশ করেছে হরমনপ্রীত কৌরের ওমেন ইন ব্লু। আজ সিরিজ়ের শেষ ম্যাচে দুই দল আবার তিরুঅনন্তপুরমে মুখোমুখি হবে। সেই ম্যাচেই কিন্তু দীপ্তি শর্মার (Deepti Sharma) সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতাছানি রয়েছে।
দুই দলের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১৫০ টি-টোয়েন্টি উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন দীপ্তি শর্মা। তিনি ইতিমধ্যেই ১৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নিয়ে ফেলেছেন। আজ আর একটি উইকেট পেলেই মহিলাদের বিশ ওভারের ক্রিকেটে এককভাবে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন ভারতের তারকা অলরাউন্ডার। বর্তমানে তিনি মেগান শ্যুটের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারী।
দীপ্তি এখনও পর্যন্ত ১৮.৯৪ গড়ে ১৩২ ম্যাচে ১৫১টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে দীপ্তির সংগ্রহে মোট ৩৩৩টি উইকেট রয়েছে। তিনি আজকের ম্য়াচে আর তিনটি উইকেট নিতে পারলেই মহিলাদের ক্রিকেটে সর্বকালের দ্বিতীয় সফলতম উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। আপাতত ২৭৫ ম্যাচে ৩৩৫ উইকেট নিয়ে সেই স্থানে রয়েছেন ক্যাথরিন শিভার ব্রান্ট। তাঁকে পিছনে ফেলার সুযোগ রয়েছে দীপ্তির সামনে।
তবে ২৯১টি ম্যাচে ৩৫৫টি উইকেট নিয়ে শীর্ষে থাকা ঝুলন গোস্বামীর থেকে আপাতত খানিকটা পিছনে রয়েছেন দীপ্তি। অবশ্য ঝুলনকে আসন্ন বছরেই কিন্তু উইকেটের নিরিখে পিছনে ফেলে দিতে পারেন দীপ্তি। তিনি বিশ্বরেকর্ড গড়তে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে দীপ্তির সতীর্থ স্মৃতি মান্ধানা কিন্তু ইতিমধ্যেই গত ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন।
রবিবার চতুর্থ টি-টোয়েন্টিতে তিরুঅনন্তপুরমে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতীয় ওপেনার। আর এই ইনিংসের সুবাদেই রচিত হয় ইতিহাস।চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২৭ রান করলেই স্মৃতি মান্ধানা ১০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করে ফেলতেন। মিতালি রাজ, সুজ়ি বেটস এবং শার্লট এডওয়ার্ডসের পর মাত্র চতুর্থ মহিলা ক্রিকেটার হিসাবে স্মৃতি ১০ হাজার রান করলেন। তিনি শুধু ১০ হাজার রানই করলেন না, করলেন রেকর্ড সময়ে। এতদিন পর্যন্ত মিতালি রাজই দ্রুততম হিসাবে ২৯১ ইনিংসে ১০ হাজার রান করার মালকিন ছিলেন। তবে সেই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন স্মৃতি। তিনি মিতালির থেকে ১০ ইনিংস কম, ২৮১ রানেই ১০ হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন।




















