Anvay Dravid: কর্ণাটক অনূর্ধ্ব ১৪ দলের অধিনায়ক নির্বাচিত রাহুল পুত্র অনভয়
Anvay Dravid Update: পি কৃষ্ণমূর্তি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২৩ জানুয়ারি প্রথম দিনের খেলা হবে। দ্বিতীয় দিনের খেলা হবে ১১ ফেব্রুয়ারি।
কর্ণাটক: রাজ্য়স্তরে বয়সভিত্তিক দলের অধিনায়ক (Captain) নির্বাচিত রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলে অনভয় দ্রাবিড় (Anvay Dravid)। একেবারে বাবার দেখানো পথেই হাঁটছে ছেলে। সাউথ জোনের (South Zone) অনূর্ধ্ব ১৪ বিভাগের ইন্টার জোনাল টুর্নামেন্টের (Inter Zonal Tournament) জন্য নির্বাচিত কর্ণাটক (Karnatak) দলের ক্যাপ্টেন অনভয়। তিনি পেশায় একজন উইকেট কিপার ব্য়াটার (Wicket Keeper Batter)। বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকেই নিজের ছাপ রাখতে মরিয়া থাকবে অনভয় দ্রাবিড়।
উল্লেখ্য, পি কৃষ্ণমূর্তি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২৩ জানুয়ারি প্রথম দিনের খেলা হবে। দ্বিতীয় দিনের খেলা হবে ১১ ফেব্রুয়ারি। কেরলে এই টুর্নামেন্ট আয়োজিত হবে।
রঞ্জিতে দুরন্ত জয় বিদর্ভের
হাতে মাত্র ৭৩ রানের পুঁজি। মনে হচ্ছিল, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গুজরাতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই ম্যাচ নাকি বার করে নিল বিদর্ভ (Vidarbha vs Gujarat)। মাত্র ৫৪ রানে গুজরাতকে অল আউট করে দিয়ে!
রঞ্জি ট্রফিতে এরকমই দুরন্ত কীর্তি ঘটিয়েছে বিদর্ভ। নাগপুরের জামথায় নাটকীয় তৃতীয় দিন মাত্র ৫৪ রানে গুজরাতকে শেষ করে দিয়েছে বিদর্ভ। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে নিয়েছে।
কেন?
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত কম রানের পুঁজি নিয়ে এর আগে কোনও দল ম্যাচ জেতেনি। এর আগে, স্বাধীনতার পরের মরসুমে, ১৯৪৮-৪৯ সালে জামশেদপুরে ৭৮ রানের পুঁজি নিয়ে দিল্লিকে হারিয়েছিল বিহার। সেটাই ছিল এতদিন ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রান হাতে নিয়ে ম্যাচ জেতার নজির। ৭৩ বছরের রেকর্ড ভেঙে দিল বিদর্ভ।
বিদর্ভের জয়ের নায়ক আদিত্য সারওয়াতে। বাঁহাতি স্পিনার মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন। তাঁর ঘূর্ণি বুঝতে না পেরে একে একে ফিরে যান গুজরাতের ব্যাটাররা।
ক্রিকেট অনুরাগীরা উৎসাহিত কারণ, এই মাঠেই ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে সেই ম্যাচ খেলা হবে অন্য পিচে।
বুধবার বিদর্ভকেও ভাঙেন গুজরাতের বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই। ৭৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন সিদ্ধার্থ। বিদর্ভের দ্বিতীয় ইনিংস ২৫৪ রানে শেষ হয়। বুধবার দিনের শেষে ব্যাট করতে নেমে গুজরাতের স্কোর ছিল ৬/১। মনে করা হচ্ছিল যে, ম্যাচ জিতবে গুজরাতই। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন সারওযাতে।