Asia Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে নেই লিটন?
Litton Das: বাকি দলের সঙ্গে রবিবার শ্রীলঙ্কায় যাননি বাংলাদেশ দলের তারকা ব্যাটার লিটন দাস।
ঢাকা: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৩০ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে এবারের এশিয়া কাপ (Asia Cup 2023), চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। হাইব্রিড মডেলে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের এবারের টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। সেই টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ (Bangladesh Cricket Team) শিবিরে দুঃশ্চিন্তা। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের (Litton Das) শরীর ভাল নেই। তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কাতেও যাননি।
গত রবিবার, ২৭ অগাস্টই বাংলাদেশ ক্রিকেট দল দ্বীপরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ পৌঁছেও গিয়েছে টাইগার্সরা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় বাংলাদেশ বোর্ডের তরফে। সেখানে কিন্তু লিটনকে দেখা যায়নি। বাংলাদেশের তারকা কিপার-ব্যাটারের জ্বর হয়েছে এবং তিনি দলের প্রথম ম্যাচও খেলতে পারবেন না বলে খবর। লিটনের অসুস্থতার খবর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির সভাপতি জালাল ইউনুসও রবিবার লিটনের অসুস্থতার কথা জানিয়ে দেন।
Asia Cup 2023 | Bangladesh Team Arrival
— Bangladesh Cricket (@BCBtigers) August 27, 2023
Video Credit: SLC#BCB | #Cricket | #AsiaCup pic.twitter.com/LC6ny2FIPl
তিনি বলেন, 'লিটনের জ্বর হয়েছে তবে ওর ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভই এসেছে। সুতরাং, ও যদি দ্রুত সুস্থ হতে পারে, তাহলে পরের বিমান ধরে শ্রীলঙ্কায় চলে আসবে। কিন্তু যদি সুস্থ হতে না পারে, তাহলে তখন বিকল্পের কথা ভাবতে হবে।' বাংলাদেশ বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশিস চৌধুরি অবশ্য স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে লিটন একদমই গুরুতর অসুস্থ নন এবং তিনি দ্রুতই দলের বাকিদের সঙ্গে যোগ দেবেন। তিনি বলেন, 'লিটনের জ্বর হয়েছ বটে, তবে তা একেবারেই গুরুতর কিছু নয়। পরীক্ষা নিরীক্ষা ইতিবাচকই ফলাফল পেয়েছি আমরা। সুস্থ হলেই দলে যোগ দেবেন ও।'
প্রসঙ্গত, এই এশিয়া কাপের আগেই ইতিমধ্যেই চোটের জেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। টাইগার্সদের তারকা ফাস্ট বোলার ইবাদত হোসেন গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর বদলে তানজিম হাসান শাকিবকে দলে নেওয়া হয়েছে। তিনিও রবিবার দলের বাকিদের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি। তাঁর টিকিট নিশ্চত হয়নি বলেই খবর। সেটা হলেই তিনি দ্বীপরাষ্ট্রে পৌঁছে যাবেন। বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডি পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া অভিযান শুরু করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের প্রস্তুতিতে চোট সারিয়ে ভারতীয় দলে যোগ দিলেন শ্রেয়স