Asia Cup 2023 Live: শেষ ওভারে কুলদীপের কেরামতি, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে ম্যাচ জিতল ভারত
Asia Cup 2023, IND Vs PAK Live Updates: প্রথম দিন বৃষ্টিতে খেলা থামার আগে পর্যন্ত ভারতীয় দল ২৪.১ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছিল।

Background
কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রিজার্ভ ডে-তে গড়ায় ম্যাচ। গ্রুপ পর্বেও এই দুই দলের খেলাও ভেস্তে দিয়েছিল বৃষ্টি। কাল খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুষলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। কাল যেখানে খেলা শেষ হয়েছে, আজ ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে।
এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গার অবস্থা ভীষণই খারাপ ছিল। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু'দলের ক্রিকেটারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা ঝুঁকি নেননি। শেষ পর্যন্ত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
IND Vs PAK Live Score: পাকিস্তানকে ২২৮ রানে চুরমার করে এশিয়া কাপ ফাইনালের দিকে পা
পাকিস্তানকে ২২৮ রানে চুরমার করে এশিয়া কাপ ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল রোহিত-ব্রিগেড
IND Vs PAK Live: ম্যাচের সেরা কুলদীপ
পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব




















