Asia Cup 2023: শেষমেশ পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এবারের এশিয়া কাপ?
Asia Cup: ভারতের গ্র্রুপ পর্বের ম্যাচগুলি এবং টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছলে সেই ম্য়াচটিও পাকিস্তান নয়, বরং শ্রীলঙ্কায় খেলা হতে পারে।
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে না না জল্পনা-কল্পনা চলছেই। কোথায়, কীভাবে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তাই নিয়েও রয়েছে সংশয়। এবার সম্ভবত সেই সমস্যার সমাধান হতে চলেছে। খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) (PCB) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সম্মতি দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ACC)।
কোন দেশে ভারতের ম্যাচ?
হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের সিংহভাগ ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত পাকিস্তানের ম্যাচসহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর। ভারতের গ্রুপপর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে আসন্ন সপ্তাহের শেষের দিকেই সরকারি ঘোষণা হতে পারে।
হাইব্রিড মডেল কী?
আসন্ন এশিয়া কাপ কবে আয়োজিত হতে পারে? ১ থেকে ১৭ সেপ্টম্বরের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন হতে পারে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান লেগের ম্যাচগুলি লাহোরেই আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। তাই দুই দেশের ক্রিকেট দলও একে অপরের দেশে ম্যাচ খেলতে আগ্রহী নয়। সেই কারণেই এই হাইব্রিড মডেলের প্রস্তাব আনা হয়। প্রাথমিকভাবে পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিলই। তবে গত বছরই বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না।
আয়োজক দেশের স্বত্ত্ব ধরে রাখার জন্য পাকিস্তানের তরফেই এই হাইব্রিড মডেলের প্রস্তাব আনা হয়। পাকিস্তান নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির বিকল্প দিয়েছিল বটে, তবে এই মরসুমে অত্যাধিক গরমে মরুদেশে খেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই কারণেই আমিরশাহির বিকল্প বাতিল করা হয় বলে খবর। এরপর বহু টালবাহানার পর অবশেষে নিরপেক্ষ ভেন্যু হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হতে পারে এখন শোনা যাচ্ছে। এবার কবে এই গোটা বিষয়ে সিলমোহর পড়ে এবার সেটাই দেখার বিষয়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ