এক্সপ্লোর
Prithvi Shaw: সৎ সঙ্গে স্বর্গবাস, কিন্তু পৃথ্বী বেছে নিয়েছিলেন অসৎ সঙ্গই, তারই কি খেসারত দিচ্ছেন?
Prithvi Shaw Update: জেড্ডায় আয়োজিত নিলামে টেবিলে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মত ক্রিকেটের কিংবদন্তিরা। কিন্তু তাঁরা কেউই পৃথ্বীকে নিয়ে আগ্রহ প্রকাশ করেননি।
পৃথ্বী শ
1/10

একটা সময় এই ছেলেটাইকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত। স্কুল ক্রিকেটে রেকর্ড। ক্লাব ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স। অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়। এরপর জাতীয় দলের জার্সিতে অভিষেক টেস্টেই শতরান। পৃথ্বী শ ছিলেন ভারতীয় ক্রিকেটের উদীয়মাণ তারকা।
2/10

কিন্তু গত কয়েক বছরে ক্রমেই মাঠের পারফরম্য়ান্সের তুলনায় মাঠের বাইরের কার্যকলাপেই খবরে এসেছেন পৃথ্বী। কখনও বিশৃঙ্খল জীবনযাপন, কখনও ফিটনেস নিয়ে গড়িমশি। ক্রমেই অধঃপতন হয়েছে প্রতিভাবান এই ক্রিকেটারের। এবারের আইপিএলে নিলামেও তাঁকে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।
3/10

জেড্ডায় আয়োজিত নিলাম পর্বের টেবিলে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মত ক্রিকেটের কিংবদন্তিরা। কিন্তু তাঁরা কেউই পৃথ্বীকে নিয়ে আগ্রহ প্রকাশ করেননি। তাহলে কি মাত্র পঁচিশেই শেষ হয়ে গেল পৃথ্বী শ-র ক্রিকেট কেরিয়ার?
4/10

পৃথ্বীর ছোটবেলার কোচ সন্তোষ পিঙ্গুৎকার পৃথ্বীর এই পরিস্থিতি দেখে স্থম্ভিত। ছোটবেলায় যেই ছাত্রকে নিয়ে এত আশা দেখেছিলেন, তার এই শোচনীয় অবস্থা কেন হল?
5/10

পৃথ্বীকে খুব কাছ থেকে দেখার সুবাদে সন্তোষ বলছেন, ''আমার মনে হয় ক্রিকেট ছাড়া অন্য় বিষয়গুলো নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছে পৃথ্বী। ক্রিকেটের বাইরের কিছু মানুষের সঙ্গ ওর কেরিয়ারে সর্বনাশ ডেকে এনেছে।''
6/10

মুম্বইয়ের তরুণ ওপেনারকে নিয়ে তাঁর ছোটবেলার কোচ আরও বলেন, ''আমি নিশ্চিত পৃথ্বী ক্রিকেটটা খুবই ভালবাসে। কিন্তু ও ক্রিকেটের বাইরের সব কিছুকেই প্রাধান্য দিয়েছে। এখনও বয়স কম। ও চাইলেই ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পারে।''
7/10

নিলামে নিজের বেস প্রাইস মাত্র ৭৫ লক্ষ টাকা রেখেছিলেন পৃথ্বী। কিন্তু আরেক তরুণ ক্রিকেটার সরফরাজ খানের মতই তাঁকেও কোনও দল নেয়নি। ২০১৮ সালে আইপিএলে অভিষেকের পর থেকে পৃথ্বী এখনও পর্যন্ত আইপিএলে ৭৯ টি ম্য়াচ খেলেছেন।
8/10

২৩.৯৫ গড়ে মোট ১৮৯২ রান ঝুলিতে পুরেছেন। ১৪৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ডানহাতি তরুণ। ঝুলিতে রয়েছে ১৪টি অর্ধশতরানও। তবুও আগামী মরশুমের আইপিএলে এই প্রতিভাবান প্লেয়ারকে দেখা যাবে না আইপিএলের মঞ্চে।
9/10

পৃথ্বীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও। দিল্লি ক্য়াপিটালসে পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করেছিলেন কাইফ। সেই অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে পৃথ্বী সুযোগের সদ্বব্য়বহার করতে পারেননি।
10/10

পরিস্থিতি এতটাই খারাপ যে মুম্বইয়ের রঞ্জি দলেও জায়গা পাননি পৃথ্বী এবার। মুস্তাকে খেলছেন। তবে এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি।
Published at : 02 Dec 2024 08:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















