Asia Cup 2025: 'পাকিস্তানের বিপক্ষে এমন করত না', UAE ম্য়াচে আউট হওয়া ব্যাটারকে ফেরানো প্রসঙ্গে দাবি প্রাক্তনীর
IND vs UAE: সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের ১৩তম ওভারে জুনেইদ সিদ্দিকি স্টাম্প আউট হলেও, সূর্যকুমার সেই আপিল প্রত্যাহার করে ব্যাটারকে ক্রিজে ফিরিয়ে নেন।

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতের এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে জুনেইদ সিদ্দিকিকে আম্পায়ার আউট হওয়ার পরেও টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) তাঁকে ক্রিজে ফিরিয়ে নেন। এই ঘটনায় অনেকেই সূর্যর ক্রিকেটীয় মনোভাবের প্রশংসা করেন। তবে ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়ার মতে এইসব বিষয়গুলি পরিস্থিতি, প্রতিপক্ষের উপর নির্ভরশীল। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এমনটা ঘটল সূর্যকুমার কিন্তু ব্য়াটারকে ক্রিজে ফেরাতেন না বলেই মনে করেন ভারতীয় প্রাক্তনী।
ঘটনাটি সংযুক্ত আরব আমিরশাহির ইনিংসের ১৩তম ওভারের। শিবম দুবের বলে পরাস্ত হন জুনেইদ সিদ্দিকি। তবে কিছুটা অন্যমনস্কভাবে তিনি ক্রিজের বাইরে চলে যান। তিনি আম্পায়ারকে কিছু একটা দেখাতে চাইছিলেন। পরে বোঝা যায়, বোলিং রান আপ ধরে এগনোর সময় শিবমের কোমরে গুঁজে রাখা তোয়ালে মাটিতে পড়ে যায়। সেটা দেখে তিনি মনঃসংযোগ হারিয়েছিলেন বলে আম্পায়ারকে জানাতে চাইছিলেন জুনেইদ।
তবে সেই ফাঁকে উইকেটকিপার সঞ্জু স্যামসন তাঁর স্টাম্প ভেঙে দেন। স্টাম্পিংয়ের আবেদন করা হলে তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দেন। তবে সূর্যকুমার পরবর্তীতে আপিল বাতিল করে জুনইদকে ফিরিয়ে নেন। এই বিষয়েই ESPNCricinfo-র সঙ্গে আলোচনায় আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, 'এটা পরিস্থিতি অনুযায়ীই হয় বলে আমার মনে হয়। এটা ১৪ তারিখে সলমন আগা (পাকিস্তান অধিনায়ক) ব্যাট করতে নেমে মাঠে ঘুরে বেড়ালে এবং ম্যাচ যদি ৫০-৫০ থাকত, তখন হত না। তখন ও (সূর্যকুমার) এমনটা করত না।' এই সিদ্ধান্ত ক্রিকেটীয় ভাবমূর্তিকে তুলে ধরলেও চোপড়ার মতে এগুলি অনেক সময় অন্য ম্যাচে একই পরিস্থিতিতে পুনরাবৃত্তি হলে সেইসময় যদি ভিন্ন সিদ্ধান্ত নেওয়া, তখন প্রশ্নচিহ্ন তুলে দেয়।
তাঁর মতে, 'ও ক্রিজের বাইরে থাকলে আমার মতে ওটা আউটই হওয়া উচিত। তবে মতপার্থক্য তো হতেই পারে। বিষয়টা হল যখনই এমন উদারতা দেখানো হয়, তখনই একটা প্রশ্ন করার জায়গাও তৈরি হয় যে ওই ম্য়াচে তুমি ওমনটা করলে, তো পরের ম্যাচে ওটা করছ না কেন? সেই পথে যাওয়ারই দরকার কী? সেইসময়ও কি তুমি এই সিদ্ধান্ত নিতে? এটা অনেকটা ওই আউট হয়ে নিজে থেকে বেরিয়ে যাওয়ার মতো। তোমার ব্যাটে বল লাগল তুমি বেরিয়ে গেল ঠিক আছে। কিন্তু যেদিনই তুমি বেরোবে না, সেইদিনই তোমায় দোগলা বলা হবে। আমি এটা বলছি না যে স্কাই এমনটা আবারও করবে বা করবে না। তবে এটা যদি নিয়মমাফিক আউট হয় এবং আম্পায়ার আউট দেয়, তাহলে সিদ্ধান্তটা তেমনই থাকুক না।'




















