IND vs OMAN: ওমানের বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গেই টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া
T20 Record: তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্য়ান্ড শিবির। তারা এখনও পর্য়ন্ত মোট ২৩৫টি টি-টোয়েন্টি খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ ২২৮টি, শ্রীলঙ্কা ২১২টি ম্য়াচ খেলেছে।

আবুধাবি: এশিয়া কাপে আজ ওমানের বিরুদ্ধে গ্রুপ- এ তে নিয়মরক্ষার ম্য়াচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম দুটো ম্য়াচে যথাক্রমে আমিরশাহি ও পাকিস্তানকে হারানোর পর এই ম্য়াচে ভারতের জন্য রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করার। কিন্তু এই ম্য়াচ খেলতে নামার সঙ্গে সঙ্গেই কুড়ির ফর্ম্য়াটে নতুন রেকর্ড গড়বে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।
View this post on Instagram
ওমানের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ২৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার নজির গড়বে ভারত। এই তালিকায় অবশ্য ভারতের আগে রয়েছে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলার নজির গড়েছে পাক শিবির।
তালিকায় তৃতীয় স্থানে আছে নিউজিল্য়ান্ড শিবির। তারা এখনও পর্য়ন্ত মোট ২৩৫টি টি-টোয়েন্টি খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ ২২৮টি, শ্রীলঙ্কা ২১২টি ম্য়াচ খেলেছে। এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তিনটি দলই সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করেছে।
আগামী ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে ফের। এবার সুপার ফোরের মহারণে দুটো দল আমনে সামনে হবে। গ্রুপের ম্য়াচে বিতর্ক দানা বেঁধেছিল। হ্যান্ডশেক বিতর্ক হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
ভারতকে হুঁশিয়ারি স্যামির
ভারতের বিরুদ্ধে দুটো ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলের সদস্য স্যামি এই মুহূর্তে ক্যারিবিয়ান শিবিরের কোচ। তিনি বলছেন, ''ওয়েস্ট ইন্ডিজ দলে শামার জোসেফ রয়েছেন, যে ভীষণ স্কিডি। জেডন রয়েছেন যে বল দুদিকেই ঘোরাতে পারে। আলজারি জোসেফের উচ্চতা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে জেডন। গত এক, দেড় বছরে যেভাবে পেসাররা পারফর্ম করেছে, তাতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের মাটিতে ২০ উইকেট তুলে নিতেই হবে। তেমনই বোলার প্রয়োজন। ২০ উইকেট নিতে পারলেই ম্য়াচ প্রায় মুঠোয় চলে আসবে। আমাদের পেসারদের যে ক্ষমতা, তাতে খুব সহজেই ২০ উইকেট নিতে পারবে ভারতের মাটিতে।'' গত বছরে ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্য়ান্ড। তিন ম্য়াচের সিরিজে তিনটিতেই জিতেছিল কিউয়িরা। ব্ল্যাক ক্যাপসদের সাফল্য থেকেই অনুপ্রেরণা নিতে চাইছেন স্য়ামি।




















