Asia Cup 2025: আজই দুবাই পাড়ি দিচ্ছেন সূর্যকুমাররা, শুক্রবার থেকে আইসিসি অ্য়াকাডেমিতে শুরু অনুশীলন
Indian Cricket Team: সাধারণত হয়ে থাকে যে মুম্বইয়ে সবাই মিলে একত্রিত হওয়ার পর সেখান থেকে বিমানে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন ক্রিকেটাররা। কিন্তু এবার বিষয়টা একটু আলাদা হতে চলেছে।

মুম্বই: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ফেভারটি দল হিসেবে টুর্নামেন্টে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু টুর্নামেন্ট। টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। সাধারণত যেভাবে যে কোনও সফরে একসঙ্গে গিয়ে থাকে ভারতীয় দল, এবার তেমনটা হচ্ছে না। স্কোয়াডের প্রত্যেক সদস্য একসঙ্গে এবার এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে না।
সাধারণত হয়ে থাকে যে মুম্বইয়ে সবাই মিলে একত্রিত হওয়ার পর সেখান থেকে বিমানে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন ক্রিকেটাররা। কিন্তু এবার বিষয়টা একটু আলাদা হতে চলেছে। এশিয়া কাপের ভারতীয় দলে যাঁরা যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা তাঁদের নিজেদের স্থানীয় এলাকার বিমানবন্দর থেকেই দুবাইয়ের ফ্লাইট ধরবেন। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে দলের সব ক্রিকেটারদের দুবাইয়ে পাওয়া যাবে, এমনটাই আশা করা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আইসিসির অ্য়াকাডেমিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।
ভারতের প্রথম ম্য়াচ রয়েছে আগামী ১০ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল আগামী ৪ তারিখ আমিরশাহির উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে। সাধারণত যে কোনও সফরেই ভারতীয় দল একসঙ্গেই গিয়ে থাকেন। সফর করে থাকে। কিন্তু এক্ষেত্রে এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলের সদস্যরা প্রত্যেকেই তাঁদের মত করে আমিরশাহি পৌঁছে যাবেন টুর্নামেন্ট শুরুর আগেই। আপাতত যা সূত্রের খবর, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদবরা দলীপ ট্রফি খেলতে ব্যস্ত এখন। তাঁরাও ৪ সেপ্টেম্বর পাড়ি দেবেন আমিরশাহিতে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন না।
উল্লেখ্য, লোকসভায় সদ্যই প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫ পাশ হয়েছে। বিল পাশ হওয়ার ফলে একাধিক গ্যাম্বলিং অ্যাপ বন্ধ হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় দলের জার্সির প্রাথমিক স্পনসর হিসাবেও ড্রিম ১১-র চুক্তি ভঙ্গ করা হয়েছে। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার কোনও জার্সি স্পনসরই নেই। অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পরেই বিসিসিআইয়ের আধিকারিকরা এক জরুরি বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা এই বৈঠকের নেতৃত্বে ছিলেন। আধিকারিকরা তড়িঘড়িই জার্সির জন্য নতুন স্পনসর খোঁজার লক্ষ্যে রয়েছেন। সেই লক্ষ্যে তারা দ্রুতই সফল হবেন বলেও আশাবাদী বোর্ড কর্তারা। যদি স্পনসরের খোঁজ না মেলে তাহলে বিনা স্পনসরশিপ নিয়েই মাঠে নামবে ভারতীয় দল।




















