IND vs PAK: সপ্তাহান্তেই ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ, মাঠে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন পাক অধিনায়ক সলমন
Asia Cup 2025: আমিরশাহিকে হারিয়ে পাকিস্তান সুপার ফোরে কোয়ালিফাই করেছে। রবিবার এশিয়া কাপের সেই সুপার ফোরের ম্যাচেই ফের একবার ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে।

দুবাই: গত রবিবার, প্রবল বিতর্কের মাঝেই দুবাইয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষেও কম বিতর্ক হয়নি। ভারতীয় দল পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় প্রবল ক্ষুব্ধ হয় পাক দল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করার অভিযোগ এনে তাঁকে শাস্তি দেওয়ার দাবি তোলে পাক বোর্ড। অবশ্য আইসিসি পাইক্রফ্টকে শাস্তি দেয়নি। পাকিস্তান এরপরে আমিরশাহির বিরুদ্ধে নিজেদের ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েও শেষমেশ খেলতে নামে। এবার সেই ম্যাচ শেষ হতে না হতেই হুঙ্কার দিয়ে রাখলেন অধিনায়ক সলমন আলি আগা ( )।
আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের 'সুপার ফোর'-এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে পাকিস্তান। আসন্ন রবিবার ফের একবার একই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন সলমনরা। সেই ম্য়াচের আগেই পাক অধিনায়ককে বলে রাখলেন তাঁরা যে কোনও ম্যাচ, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। তিনি বলেন, 'আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বিগত চার মাস ধরে আমরা যে ক্রিকেটটা খেলছি, সেটা যদি খেলতে পারি, তাহলে আমরা যার বিরুদ্ধেই মাঠে নামি না কেন, (তাঁদের হারাতে) আমরা তৈরি।'
পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও, শেষ দুই ম্য়াচে ব্যাট হাতে অন্তত নিজেদের সেরাটা দিতে পারিনি। ভারতের বিরুদ্ধে গো হারান হারার পর আমিরশাহির বিরুদ্ধেও একসময় ধুঁকছিলেন আগারা। অবশেষে লোয়ার অর্ডারে শাহিন শাহ আফ্রিদি ব্যাট ঘুরিয়ে পাক দলকে ১৪৬ রান তুলতে সাহায্য করেন। সলমনরা ৪১ রান ম্যাচ জেতেও। তবে এই ম্যাচের আগে প্রবল নাটক চলে।
ম্যাচের আগে আচমকা জানা যায় যে, টিমহোটেল ছেড়ে রওনাই হয়নি পাক দল।ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে যে আবেদন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেই আবেদন না মানা হলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পিসিবি। অবস্থান নির্ধারণ করতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলার কথাও জানায় পিসিবি।
তবে সন্ধ্যার দিকে বলা হয় পাক দল মাঠে যাচ্ছে। দাবি করা হয় করমর্দন কাণ্ডের জেরে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। এ-ও দাবি করা হয় যে, পাইক্রফ্টের বিরুদ্ধে নাকি তদন্ত করার কথা জানিয়েছে আইসিসি। বুধবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ। এবার এই প্রবল বিতর্কের মাঝেই রবিবার দুই যুযুধান প্রতিপক্ষের ম্য়াচে কী ফলাফল হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















