Asia Cup 2025: গ্রুপের শীর্ষে থেকেই এশিয়া কাপ অভিযান শুরু ভারতের,
Asia Cup 2025 Point Table: এশিয়া কাপে দুটো গ্রুপে আটটি দলকে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ A-তে। এই গ্রুপে ভারত ছাড়া রয়েছে আয়োজক আমিরশাহির সঙ্গে পাকিস্তান ও ওমান।

দুবাই: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মঙ্গলবার আফগানিস্তান হারিয়ে দিয়েছিল হংকংকে।
এশিয়া কাপে দুটো গ্রুপে আটটি দলকে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ A-তে। এই গ্রুপে ভারত ছাড়া রয়েছে আয়োজক আমিরশাহির সঙ্গে পাকিস্তান ও ওমান। অন্যদিকে B গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ এ তে ভারত ও আমিরশাহি ছাড়া বাকি দুটো দল এখনও মাঠে নামেনি। ফলে পয়েন্ট টেবিলে এখনও শুধুমাত্র ভারত ও আমিরশাহি ছাড়া কারও পয়েন্ট যোগ হয়নি। ভারত গ্রুপের শীর্ষস্থান দখল করে নিয়েছে প্রথম ম্যাচের পর।
আবার অন্য গ্রুপে একটিই ম্যাচ হয়েছে এখনও পর্যন্ত। সেখানে আফগানিস্তান হারিয়ে দিয়েছে হংকংকে। সেই গ্রুপ থেকে আফগানিস্তান শীর্ষে রয়েছে গ্রুপের।
এশিয়া কাপে অভিযান দুর্দান্ত ভাবে শুরু করল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, প্রমাণ করে দেন ভারতীয় বোলাররা। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই হায়দার আলিকে ছক্কা মেরে শুরু করেন অভিষেক শর্মা। ১৬ বলে ৩০ রান করে তিনি ফিরলেও ব্যাটিং ঝড় থামেনি। ৪.৩ ওভারে ৬০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৯ উইকেটে দুরমুশ করে সংযুক্ত আরব আমিরশাহিকে।
View this post on Instagram
ম্য়াচে বল হাতে একাই ৪ উইকেট নিলেন কুলদীপ যাদব। টেস্ট সিরিজে ইংল্যান্ডের মাটিতে খেলার সুযোগ হয়নি। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সুযোগ পেলেই বাজিমাত করছেন চায়নাম্য়ান। বল হাতে কামাল দেখালেন শিবম দুবেও। রিঙ্কু সিংহের সঙ্গে লড়াইটা ছিল প্রথম একাদশে সুযোগ পাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত দুবে ঢুকে পড়েছিলেন একাদশে। ব্য়াট হাতে নামার সুযোগ পাননি। তবে বল হাতে ৩ উইকেট নিয়ে নিলেন। মূলত দুবে আর কুলদীপ মিলেই আমিরশাহির ব্যাটিং ব্রিগেডকে ভেঙে দেন।




















