Asia Cup 2025: এশিয়া কাপ খেলতে কবে আমিরশাহির উদ্দেশে রওনা দিচ্ছেন সূর্যকুমাররা?
Asia Cup: ভারতের প্রথম ম্য়াচ রয়েছে আগামী ১০ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এবারের টুর্নামেন্টে ভারতের নেতৃত্বে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। কারণ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সূর্যই এই ফর্ম্য়াটে দলের নেতৃত্বভার সামলাচ্ছেন। আগামী বছর ভারতেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে প্রস্তুতি হিসেবে এই এশিয়া কাপকে নিতে পারে ভারতীয় ক্রিকেট দল।
ভারতের প্রথম ম্য়াচ রয়েছে আগামী ১০ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল আগামী ৪ তারিখ আমিরশাহির উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে। সাধারণত যে কোনও সফরেই ভারতীয় দল একসঙ্গেই গিয়ে থাকেন। সফর করে থাকে। কিন্তু এক্ষেত্রে এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলের সদস্যরা প্রত্যেকেই তাঁদের মত করে আমিরশাহি পৌঁছে যাবেন টুর্নামেন্ট শুরুর আগেই।
আপাতত যা সূত্রের খবর, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদবরা দলীপ ট্রফি খেলতে ব্যস্ত এখন। তাঁরাও ৪ সেপ্টেম্বর পাড়ি দেবেন আমিরশাহিতে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণ ও ওয়াশিটন সুন্দর মূল স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন না। বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদ সংস্থা PTI কে জানিয়েছেন, ''প্রত্যেক প্লেয়ার দুবাইয়ে পৌঁছে যাবে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে। প্রথম নেট সেশন হবে আগামী ৫ সেপ্টেম্বর আইসিসি অ্য়াকা়ডেমিতে।''
পিসিবির বার্তা বিসিসিআইকে
ভারত-পাকিস্তান ২২ গজের দ্বৈরথ নিয়ে এবার মুখ খুলল পিসিবি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভি-র স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতে হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচগুলির জন্য ভারতের কাছে তারা কাকুতি-মিনতি করবে না । একদিকে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ার পাকিস্তানের সঙ্গে খেলার প্রসঙ্গে ভারতীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে । এরই মধ্যে মহসিন নকভির উস্কানিমূলক মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করেছে। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্য়াচ খেলা নিয়ে ভারত সরকার এবং BCCI সহমত হয়েছিল, কিন্তু মহসিন নকভি হাত মেলাতে চান না । এই বছর উভয় দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে, তাদের পরবর্তী ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে । এই কারণেই এশিয়া কাপের আয়োজক হওয়া সত্ত্বেও ভারতকে পাকিস্তানের সঙ্গে দুবাইতে খেলতে হবে।




















