Asia Cup: ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ, ভারত-পাক জট কী কাটল?
Asia Cup 2025: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী ৬ দলের এশিয়া কাপ হওয়ার কথা। টুর্নামেন্টের সূচি হয়ত জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে।

মুম্বই: হাজারো টালবাহানার পর চলতি বছরের শেষের দিকেই হয়ত শুরু হতে চলেছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান সম্পর্কের অচলাবস্তার মধ্যেই টুর্নামেন্টের আয়োজন নিয়েই প্রশ্ন উঠছিল। বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের সঙ্গে ২২ গজেও কোনও ম্য়াচে অংশ নিতে চায় না তাঁরা। তবে ক্রিকবাজের সূত্র মারফৎ পাওয়া খবরে জানা যাচ্ছে যে চলতি বছরের শেষের দিকে শুরু হবে টুর্নামেন্ট। যার প্রস্তুতিও পুরোদমে শুরু হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরিকল্পনা অনুযায়ী ৬ দলের এশিয়া কাপ হওয়ার কথা। টুর্নামেন্টের সূচি হয়ত জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য চলতি বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়ার কথা। আয়োজকদের তরফে জানানো হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এশিয়া কাপ।
টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহিই এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হতে পারে।
এছাড়া হাইব্রিড মডেলে হতে পারে এশিয়া কাপ। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
এর আগে জানা গিয়েছিল, যে এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১২ সেপ্টেম্বর থেকে। চলার কথা ২৮ তারিখ পর্যন্ত। গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চুক্তি হয়েছিল। যেখানে উল্লেখ ছিল দুটো দেশই একে অপরের ভেন্যুতে খেলবে না। সেক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে খেলবে। যেই চুক্তি অনুযায়ী এশিয়া কাপ আগের বারও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই খেলেছিল।
এবারের এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যু হিসেবে উঠে এসেছিল দুটো দেশের নাম। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহি। সূত্রের খবর, আমিরশাহির নামই হয়ত চূড়ান্ত হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। টাইমস অফ ইন্ডিয়াকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে সাইকিয়া জানিয়েছেন, ''সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএল ও তার পরে ইংল্যান্ড সফর। এশিয়া কাপ বার সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত বোর্ড নিলে তা অবশ্য়ই জানানো হবে।''




















