IND vs PAK: ভারতের স্পিন ফাঁদে নাস্তানাবুদ পাকিস্তান, কুলদীপ, বরুণ, অক্ষরত্রয়ীর দাপটে ১৪৬ রানেই অল আউট আঘারা
Asia Cup Final: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ৩৩ রানের ব্যাবধানে নয় উইকেট হারাল পাকিস্তান।

দুূবাই: চোটের কারণে হার্দিক পাণ্ড্য দলে ছিলেন না। এশিয়া কাপ ফাইনালে (Asia Cup Final) পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) ভারতের বোলিংটা ভোগাবে না তো? অনেকেই এই চিন্তায় ছিলেন। শুরুটা কিন্তু দুরন্তভাবে করে ভারতের উদ্বেগ বাড়িয়েছিলেন দুই পাকিস্তানি ওপেনার ফখর জামান ও শাহিবজাদা ফারহান। দুইজনে মিলে ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। তবে তারপর শুরু হয় স্পিনের ভেল্কি। অক্ষর, বরুণ ও কুলদীপ (Kuldeep Yadav) স্পিনত্রয়ীর দৌরাত্ম্যে একেবারে তাসের ঘরের মতো ভাঙল পাকিস্তানের মিডল অর্ডার। ১৪৬ রানেই অল আউট হয়ে গেল পাকিস্তান।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে পাওয়ার প্লেতেই ৪৫ রান তুলে ভারতের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলে দেন পাকিস্তানের দুই ওভার। দুরন্ত গতিতে পাওয়ার প্লের পরেও এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। যশপ্রীত বুমরাকে বেশ চাপে ফেলেন তাঁরা। ৩৫ বলে ভারতের বিরুদ্ধে আরও এক অর্ধশতরান পূরণ করেন শাহিবজাদা। অবশেষে বরুণ চক্রবর্তী পাক ব্যাটিং ইনিংসের কার্যত মাঝপথে, ৯.৪ ওভারে শাহিবজাদাকে ৫৭ রানে ফেরান।
এক উইকেট হারিয়েই শতরানের গণ্ডি পার করে পাকিস্তান। সাঈম আয়ুবের টুর্নামেন্টটা খুব একটা ভাল কাটেনি। সেই রেকর্ড উন্নত করার চেষ্টায় ছিলেন তিনি। তবে পারলেন না। কুলদীপ যাদবের বলে কাট মারতে গিয়ে ১৪ রানে আউট হন তিনি। এরপরেই যেন উইকেটের ফুলঝুরি লাগে। ভারতীয় স্পিনত্রয়ীর বিরুদ্ধে পরপর ওভারে উইকেট হারাতে থাকে পাকিস্তান। পাকিস্তান দলের বড় ভরসা ছিলেন ফখর। শুরু থেকেই ক্রিজে ছিলেন তিনি। ব্যাটে রানও পাচ্ছিলেন। তবে তিনিও অর্ধশতরান পূরণ করার আগেই বরুণের শিকার হন।
পরপর চার ওভারে চার উইকেট হারায় পাকিস্তান। সেটা যদি যথেষ্ট না হয়, তাহলে ১৭তম ওভারে ফের একবার নিজের জাদু দেখান কুলদীপ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি এক ওভারে তিন উইকেট নেন। চার ওভারে ৩০ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ফের এক দুরন্ত স্পেল শেষ করেন কুলদীপ। এই পরিস্থিতিতে ১৩৪ রানে আট উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল পাকিস্তান। যেখানে একসময় তাঁরা নিশ্চিত দু'শোর দিকে এগোচ্ছিল, সেখানে তাঁরা আদৌ ১৫০ রানের গণ্ডি পার করতে পারবে কি না সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।
শেষমেশ ১৫০ পার করার আগেই অল আউট হয়ে গেল পাক দল। শেষ দুই উইকেট নেন যশপ্রীত বুমরা। নিঁখুত ইয়র্কারে হ্যারিস রউফকে আউট করে তাঁর সেলিব্রেশন কিন্তু বিশেষ নজর কাড়ে। এবার দেখার ভারতীয় দল কেমনভাবে এই রান তাড়া করে।




















