Indian Cricket: SMAT-এ খেলোয়াড়দের প্ররোচনা দেওয়ার অভিযোগে নির্বাসিত অসমের চার ক্রিকেটার, দায়ের হল এফআইআর
Assam Cricket Association: এই নির্বাসনের সময়কালে অভিযুক্ত চার ক্রিকেটার এসিএ আয়োজিত যে কোনও রাজ্যস্তরের এবং অ্যাসোসিয়েশনের অন্তর্গত জেলাগুলির আয়োজিত কোনওরকম ম্য়াচে অংশগ্রহণ করতে পারবেন না।

গুয়াহাটি: সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2025) সুপার লিগ পর্ব গতকালই শুরু হয়েছে। সেইদিনই অসমের চার ক্রিকেটারকে নির্বাসিত করল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (Assam Cricket Association)। অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় তাঁদেরকে নির্বাসিত করা হয়েছে। এমনকী তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
কারা তাঁরা? কীই বা করেছেন তাঁরা? অমিত সিংহ, ঈশান আমেদ, আমন ত্রিপাঠী এবং অভিষেক ঠাকুরি, এই চার ক্রিকেটারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তাঁরা অতীতে বিভিন্ন স্তরে অসমের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশগ্রহণকারী কয়েকজন অসম ক্রিকেটারদের তাঁরা প্রভাবিত এবং প্ররোচিত করার প্রচেষ্টা করেছেন।
অসম ক্রিকেট সংস্থার সচিন সনাতন দাস জানান, 'এই অভিযোগগুলি সামনে আসার পর বিসিসিআইয়ের দুর্নীতি দম এবং নিরাপত্তা শাখা বিষয়টি নিয়ে তদন্ত করে। এসিএর তরফেও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে ওরা গুরুতর অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল যা এই খেলার সম্মানহানি করে। ওই বিষয়টি যাতে আরও খারাপের দিকে না এগোতে পারে, তাই ওদের নির্বাসিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া বা অ্যাসোসিয়েশনে কোনও সিদ্ধান্তে না পৌঁছনো পর্যন্ত এই নির্বাসন অব্যাহত থাকবে।'
এই নির্বাসনের সময়কালে অভিযুক্ত চার ক্রিকেটার অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত যে কোনও রাজ্যস্তরের এবং অ্যাসোসিয়েশনের অন্তর্গত জেলাগুলির আয়োজিত কোনওরকম ম্য়াচে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, তাঁরা কোনওরকম ক্রিকেটীয় কার্যকলাপ যেমন ম্যাচ রেফারি, কোচ বা আম্পায়ার, কোনও ভূমিকাতেই অংশ নিতে পারবেন না।
সনাতন জানান রাজ্যের সমস্ত জেলাগুলি জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন কঠোরভাবে এই নির্দেশ পালন করে এবং তাঁদের আওতায় থাকা সমস্ত ক্লাব, অ্যাকাডেমিগুলিকেও অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য অসম এই বারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্য়াচগুলি লখনউয়ে আয়োজিত হয়েছিল। ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর অসম ঘরোয়া টি-টোয়েন্টি লিগের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্য়াচগুলি খেলে। তবে রিয়ান পরাগরা হতাশাজনক পারফরম্যান্সের ফলে গতকাল থেকে শুরু হওয়া মুস্তাক আলির সুপার পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়। এরপরেই চার ক্রিকেটারের বিরুদ্ধে উঠা এই অভিযোগে উত্তাল অসম ক্রিকেট।



















