AUS vs PAK 2nd Test: অনবদ্য কামিন্স, অজ়ি অধিনায়কের দাপটে ৫৪ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করল পাকিস্তান
Pat Cummins: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন প্যাট কামিন্স।
মেলবোর্ন: অস্ট্রেলিয়াের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (AUS vs PAK 2nd Test) তৃতীয় দিনে ২৬৪ রানেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। মিডল অর্ডারের সিংহভাগ ব্যাটার ব্যর্থ হলেও, লোয়ার মিডল অর্ডারের লড়াইয়ে প্রথম ইনিংসে ৫৪ রানে পিছিয়ে পাকিস্তান। তবে শুরুটা কিন্তু পাক দল ভালই করেছিল। অনবদ্য বোলিংয়ে দলের ব্যাটিংয়ে ধস নামান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ৪৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি। চার উইকেট নেন নাথান লায়নও।
ছয় উইকেটের বিনিময়ে ১৯৪ রান থেকে পাকিস্তান তৃতীয় দিনের শুরুটা করে। ক্রিজে পাক দলের হয়ে উপস্থিত ছিলেন মহম্মদ রিজওয়ান। দিনের শুরুতেই কামিন্স ৪২ রানে রিজওয়ানকে ফিরিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন। তবে নয় নম্বরে ব্যাটে নামা শাহিন আফ্রিদি ক্রিজে এসেই বেশ কিছু বড় শট খেলেন। তাঁর ২১ রানের পর ক্রিজে থাকা আমির জামাল পাকিস্তানকে ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। ব্যাট করার দক্ষতা হাসান আলিরও রয়েছে। তবে তাঁখে বেশিক্ষণ ক্রিজে টিকতেই দেননি কামিন্স। হাসানকে ফিরিয়েই নিজের পঞ্চম সাফল্য পান কামিন্স।
মির হামজাকে আউট করে নাথান লায়ন পাকিস্তান ইনিংসে ইতি টানেন। ২৬৪ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। ছন্দে থাকা জামাল শেষমেশ ৩৩ রানে অপরাজিতই রয়ে যান। তবে মেঘলা আকাশে মধ্যাহ্নভোজের আগে কিন্তু দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে। সৌজন্যে অবশ্যই দলের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। তিনি দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই উসমান খাওয়াজাকে শূন্য রানে সাজঘরে ফেরান। প্রথম ইনিংসে অজ়িদের হয়ে লড়াকু অর্ধশতরান করা মার্নাস লাবুশেনও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁকেও সাজঘরের পথ দেখান শাহিনই।
লাবুশেন অবশ্য নিজের শট নির্বাচন নিয়ে একেবারেই খুশি হবেন না। লেগ সাইডের এক বলে ফ্লিক করতে গিয়ে কিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে বসেন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্তে বদল ঘটানো হয়। চার রান করে ফেরেন লাবুশেন। বর্তমানে অজ়িদের হয়ে দলের সবথেকে অভিজ্ঞ দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ রয়েছেন ক্রিজে। মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটের বিনিময়ে ছয় রান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'এরাই কিছুদিন আগে আমায় কটূক্তি করছিলেন', দুরন্ত শতরানের পর সমালোচকদের জবাব রাহুলের