AUS vs WI: বার্টলেটের আগুনে বোলিং, স্মিথ, গ্রিনের দুরন্ত ব্যাটিং, প্রথম ওয়ান ডেতে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
Xavier Bartlett: নতুন বলে দুই ওপেনারকে ফিরিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ়ের কোমড় ভেঙে দেন জাভিয়ার বার্টলেট। তিনি মোট চার উইকেট নেন।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (AUS vs WI 1st ODI) কার্যত উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে বল হাতে জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) দাপট, তারপর ব্যাটিংয়ে ক্যামেরন গ্রিন (Cameron Green) ও স্টিভ স্মিথের (Steve Smith) দুরন্ত পার্টনারশিপে ভর করে ৬৯ বল বাকি থাকতেই আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়ান দল।
জেভিয়ার বার্টলেট বল হাতে মাত্র ১৭ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে ২৩১ রানেই অল আউট করে দেন। জবাবে ট্র্যাভিস হেড চার রানে আউট হলেও, আরেক অজ়ি ওপেনার জস ইংলিশ ৪৩ বলে বিধ্বংসী ৬৫ রানের ইনিংস খেলেন। তিনি আউট হওয়ার পর অধিয়াক স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন তৃতীয় উইকেটে অপরাজিত ১৪৯ রানের পার্টনারশিপ গড়েন। এর সুবাদেই সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। নিজের ওয়ান ডে অভিষেক ঘটানো বার্টলেট এদিন বল হাতে শুরুটা স্বপ্নের মতো করে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। নিজের প্রথম ওভারেই উইন্ডিজ় ওপেনার জাস্টিন গ্রিভসের অফ স্টাম্প উড়িয়ে দেন তিনি। পরের ওভারে অ্যালিক অ্যাথানাজ়েও আউট করেন বার্টলেটই। অধিনায়ক শাই হোপের বড় উইকেটটিও আসে তাঁর ঝুলিতেই।
৫৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস সামলান কেসি কার্টি ও রস্টন চেজ়। পঞ্চম উইকেটে দুইজনে ১১০ রান যোগ করেন। সেই পার্টনারশিপ ভাঙেন অ্যাডাম জাম্পা। চেজ়কে ৫৯ রানে বোল্ড করেন তিনি। কেসি নিজের কেরিয়ারে প্রথম ওয়ান ডে শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে হেডেন ওয়ালশের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ৮৮ রানে রান আউট হয়ে ফেরেন তিনি। আট বল বাকি থাকতে ২৩১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। বার্টলেট চার ও সন অ্যাবোট এবং ক্যামেরন গ্রিন দুইটি করে উইকেট নেন।
জবাবে অজ়িদের হয়ে ওপেনার জস ইংলিশ বিধ্বংসী অর্ধশতরানে দলের হয়ে ভিতটা গড়েই দিয়ে গিয়েছিলেন। মাত্র ৪৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন অজ়ি কিপার-ব্যাটার। অপর ওপেনার ট্র্যাভিস হেড অবশ্য রান পাননি। তাঁর সংগ্রহ চার। তারপরে স্মিথ ও গ্রিনের পরিপক্ক ইনিংসে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ান ডেতে এটি অস্ট্রেলিয়ার নাগাড়ে দশম জয়। বিশ্বকাপ ফাইনালও এই দৌড়ে সামিল রয়েছে। দুরন্ত বোলিংয়ের জন্য় ম্যাচ সেরা হন বার্টলেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: গাব্বায় বল হাতে মাস্তানির পুরস্কার, শামারকে প্রোমোশন দিল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড