Rohit And Virat: অস্ট্রেলিয়াতেই কি শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে?
Indian Cricket: ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে যে জানানো হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ওয়ান ডে ফর্ম্য়াটে নিজেদের জায়গা ধরে রাখতে চান, সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিৎ।

মুম্বই: ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট (ODI International Cricket) থেকে এখনও অবসর নেননি। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে (2027 ODI World Cup 2027) খেলার জন্য় দুই তারকাই নিজেকে প্রস্তুত করছে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এই মুহূর্তে আগামী ওয়ান ডে বিশ্বকাপের জন্য় কোহলি ও রোহিতকে হয়ত ভাবছে না। সেক্ষেত্রে এমনটা হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে হয়ত শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে সিরিজ খেলতে নামবেন ২ তারকা ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে যে জানানো হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ওয়ান ডে ফর্ম্য়াটে নিজেদের জায়গা ধরে রাখতে চান, সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিৎ। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলে নিজেদের ফর্ম ও ফিটনেসের পরিচয় রাখতে হবে ২ ক্রিকেটারকে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে।
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু করে ২৩ অক্টোবর ও ২৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে অবসর নিয়ে নিয়েছে রোহিত ও বিরাট।
অস্ট্রেলিয়া সফরে বৈভব সূর্যবংশী
সেপ্টেম্বরে হতে চলা এই সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি চারদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সফরে শেষ ম্যাচটি ৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবরের মধ্যে খেলা হবে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ড সফরের জন্য বেছে নেওয়া হয়েছিল, যেখানে সে দুরন্ত পারফর্ম করেছিল এবং অনেক রেকর্ড গড়েছিল।
বৈভব এখনও পর্যন্ত ৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১০০ রান, ৬টি লিস্ট এ ম্যাচে ১৩২ রান এবং ৮টি টি-২০ ম্যাচে ২৬৫ রান করেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭টি ম্যাচ (৫টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট) খেলেছিল বৈভব, যেখানে মোট ৪৪৫ রান করে। এর মধ্যে ১৪৩ রানের একটি ঐতিহাসিক ইনিংসও রয়েছে, যা সে মাত্র ৭৮ বলে করেছিল। সেই ইনিংসে বৈভব ১০টি ছক্কা এবং ১৩টি চার মেরেছিল। সেপ্টেম্বরে হতে চলা এই সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি চারদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সফরে শেষ ম্যাচটি ৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবরের মধ্যে খেলা হবে।




















