Mitchell Starc: মাঠে বল হাতে আগুন ঝরানোর পর মাঠের বাইরে নিজের ব্যবহারেও মন জিতলেন স্টার্ক
AUS vs PAK 2nd Test: দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৯ রানে হারায় অস্ট্রেলিয়া।
মেলবোর্ন: বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের মধ্যে মিচেল স্টার্কের (Mitchell Starc) নাম অবশ্যই থাকবে। পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ৭৯ রানে হারিয়ে সিরিজ় নিজেদের নামে করেছে অস্ট্রেলিয়া। বল হাতে চার উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্টার্ক। বল হাতে তো বটেই, তিনি ম্যাচ জয়ের পরেও মন জিতলেন।
ম্যাচের পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের সময় এক তরুণ সমর্থককে স্টার্ক কথা দিয়েছিলেন যে অজ়িরা যদি দিনের শেষে সবকয়টি উইকেট জিততে পারেন, তবে তিনি তাকে একটি সই করা জুতো উপহার দেবেন। যথারীতি পাকিস্তানকে হারিয়ে বক্সিং টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। স্টার্কও কিন্তু নিজের দওয়া কথা ভোলেননি। তিনি ম্যাচ শেষে গ্যালারিতে সেই সমর্থককে হাতে নিজের সই করা জুতো জোড়া তুলে দেন। স্টার্কের এই কাণ্ড নেটপাড়ার মন জিতেছে।
At the end of lunch, Mitchell Starc promised this young fan he’d give him his boots if we took nine wickets by the end of the day.
— Cricket Australia (@CricketAus) December 29, 2023
We did, and Starcy delivered on his promise! ❤️ pic.twitter.com/grLhdxcPfm
দুরন্ত জয়
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও জিতে নিল অস্ট্রেলিয়া (Pak vs Aus)। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নিল অজিরা। ম্যাচে একাই ১০ উইকেট তুলে ম্যাচের সেরা হলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজও পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে পাহাড়প্রমাণ ৩১৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান শিবির।.
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক শান মাসুদ। প্রথম ইনিংসে ৩১৮ রান বোর্ডে তুলে নেয় অজিরা। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন মার্নাস লাবুশেন। তিনি ৬৩ রান করেছিলেন। অন্যদিকে ৪২ রানের ইনিংস খেলেছিলেন উসমান খাওয়াজা। পাক বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন মির হামজা, শাহিন আফ্রিদি ও হাসান আলি। ৩ উইকেট নেন আমের জামাল। ১ উইকেট নেন আগা সালমান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। আব্দুল্লাহ শাফিক ও অধিনায়ক শান মাসুদ অর্ধশতরান হাঁকান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পাকিস্তানে যাও, অনুরাগীকে পড়শি দেশে যাওয়ার পরামর্শ ধোনির