U-19 Asia Cup: ১৯৯ রান তাড়া করতে ব্যর্থ, ভারতকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
India vs Bangladesh: ১৯৯ রান তাড়া করতে গিয়ে ১৩৯ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় অনূর্ধ্ব দল।
দুবাই: লক্ষ্য ছিল ১৯৯ রান, সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ আয়ুষ মাত্রেরা। গোটা টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখালেও ফাইনালে চলল না বৈভব সূর্যবংশীদের ব্যাট। ১৩৯ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দলের ছোটরা। নাগাড়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ফাইনালে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন মহম্মদ ইকবাল হাসান ঈমন।
আজকের দিনটা মনে হয় একেবারেই ভারতীয় ক্রিকেটের জন্য ছিল না। প্রথমে তো দিনের শুরুতেই অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত-বাহিনীকে দুরমুশ করে সিরিজ়ে সমতায় ফেরে। তারপর হরমনপ্রীতরাও অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে পরাজিত হন। শেষ আশা ছিল আমনদের অনূর্ধ্ব ১৯ দল। সেখানেও হতাশাই হাতে এল।
𝗕𝗢𝗪 𝗗𝗢𝗪𝗡 𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗖𝗛𝗔𝗠𝗣𝗜𝗢𝗡𝗦! 🏆
— AsianCricketCouncil (@ACCMedia1) December 8, 2024
Presenting the winners of the #ACCMensU19AsiaCup 2024 - Bangladesh U19! 🇧🇩#ACC pic.twitter.com/l0VYQdPLRu
আরও পড়ুন: নেপথ্যে অর্থলোভই! পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়া নিয়ে বিস্ফোরক কোচ বাদানি