Bangladesh Cricket: বাড়ল মেয়াদ, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশদের কোচ সিমন্সই
Bangladesh Cricket Coach: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তবর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব বর্তানো হয়েছিল সিমন্সের ওপর। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি বাংলাদেশ।

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদে মেয়াদ বাড়ল ফিল সিমন্সের। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই মিরাজ, মুস্তাফিজদের কোচ হিসেবে থাকবেন। অর্থাৎ আরও ২ বছর তাঁর চুক্তির মেয়াদ বাড়ল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্তবর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব বর্তানো হয়েছিল সিমন্সের ওপর। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় তাঁদের। তার পরেও সিমন্সকেই রেখে দেওয়া হল। তাঁকে এবার পূর্ণ সময়ের কোচ করা হল ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত।
ক্রিকেট ওয়েবসাইটে ESPN ক্রিনফোকে দেওয়া সাক্ষাৎকারে ৬১ বছরের প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার বলছেন, ''বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারাটা সত্যিই ভাগ্যের বিষয়। আমি দারুণ উত্তেজিত এতগুলো প্রতিভার সঙ্গে কাজ করতে পারব। পূর্ণাঙ্গ সময়ের জন্য কোচ হিসেবে দায়িত্ব নিলাম। এবার সামনে দিকে এগিয়ে যেতে চাই।'' সিমন্স আরও বলেন, ''দলের বেশ কয়েকজন প্রতিভার সঙ্গে কাজ করতে পেরে একটা বিষয় আমি নিশ্চি যে এই দলে অনেক তরুণ প্লেয়ার আছে, যাঁদের শেখার ইচ্ছে প্রচুর। যারা নিজেদের সেরাটা দিতে সবসময় তৈরি থাকে। সবাই মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। আর কিছু স্পেশাল করতেই পারি।''
সিমন্সের কোচিংয় এখনও পর্যন্ত খুব একটা বড় সাফল্য আসেনি বাংলাদেশ ক্রিকেটে। একটি টেস্ট ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে ভারত ও নিউিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয় শান্তর দলকে।
কেমন আছেন তামিম ইকবাল?




















