Bangladesh Cricket Team: অগ্নিগর্ভ দেশ, প্রস্তুতি পণ্ড, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সিরিজ নিয়েই উঠে গেল প্রশ্ন
Bangladesh vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ক্রিকেট দলের প্র্যাক্টিস পণ্ড।
ঢাকা: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Cricket Team)। বাংলাদেশে সেনা-পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ পার। সেনার বার্তার পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কোন দেশে তিনি আশ্রয় নেন, কৌতূহলী অনেকে।
আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে গিয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে। বাংলাদেশ জুড়ে আগুনে পরিস্থিতি। চলছে ভাঙচুর, লুঠতরাজ। সেনাবাহিনি আপাতত দেশের শাসনভার হাতে নিয়েছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে শীঘ্রই।
আর অস্থির এই পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। সামনেই পাকিস্তান সফর। তার আগে দেশের মাটিতেই প্রস্তুতি সেরে নিচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটারেরা। কিন্তু দেশের অস্থির পরিস্থিতিতে প্র্যাক্টিস বিঘ্নিত হচ্ছে। প্রশ্ন উঠে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের ভবিষ্যৎ নিয়েই।
পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ক্রিকেট দলের প্র্যাক্টিস পণ্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছেন, কবে প্র্যাক্টিস শুরু করতে পারবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।
১৭ অগাস্ট পাকিস্তানের উদ্দেশে উড়ে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। যে সিরিজ আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিণ্ডিতে ২১ থেকে ২৫ অগাস্ট হওয়ার কথা প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা করাচিতে। ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ভারতের একটি ক্রিকেট ওয়েবসাইটকে বলেছেন, 'আমরা জানি না কবে পরের প্র্যাক্টিস সেশন আয়োজন করা সম্ভব। কার অনির্দিষ্ট কালের জন্য কার্ফু চলছে। আমাদের প্রশাসকেরা পুরোটা দেখছেন। তাঁরা কী বলেন, তা জেনে বুঝতে পারব বর্তমান পরিস্থিতি কী দাঁড়াচ্ছে।'
রবিবার থেকে এসবিএনএসে প্র্যাক্টিস করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটারদের। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশিক্ষণে। ১ অগাস্ট শ্রীলঙ্কা থেকে ঢাকায় পৌঁছে গিয়েছেন হাথুরুসিংহে। কোচিং স্টাফদের বাকিরা - স্পিন বোলিং কোচ মুস্তাক আমেদ, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প, সহকারী কোচ নিক পোথাস ও নাথান কেলিও ঢাকায় পৌঁছে গিয়েছেন।
তারই মাঝে বাংলদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন যে, বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হবে। তবে বর্তমান পরিস্থিতিতে কী হবে, সেটা নিয়ে বিসিবিও অন্ধকারে।
পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে চার দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের হয়ে খেলার কথা জাতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম, মোমিনুল হকদের। সঙ্গে শাহাদাত হোসেন, জাকির হাসান ও মাহমুদুল হাসান, নঈম হাসানদেরও খেলার কথা। যদিও শেষ পর্যন্ত কী হবে, ধন্দে বাংলাদেশের ক্রিকেট কর্তারাও।
আরও পড়ুন: এত বড় ভুল! বঞ্চিত দুই দল? ভারত-শ্রীলঙ্কা সিরিজের নিয়ম নিয়ে তুমুল বিতর্ক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।