BCCI Head Coach: উঠছে গম্ভীর-ফ্লেমিংদের নাম, জাতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়ের পর কাকে দেখতে চান?
Gautam Gambhir: শুক্রবার জানা যায় যে, কোচ হিসাবে গম্ভীরকে পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ। শোনা যায়, গম্ভীরকে প্রস্তাবও দেওয়া হয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গম্ভীর।
কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ইতিমধ্যেই নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ভেসে উঠছে অনেক নাম। রয়েছে বেশ কিছু হেভিওয়েটের নাম। যেমন, কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক হিসাবে জোড়া আইপিএল জেতানো গৌতম গম্ভীরকে নিয়ে আগ্রহী বোর্ড কর্তারা। কোনও কোনও মহল থেকে চাওয়া হচ্ছে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করানো কোচ স্টিফেন ফ্লেমিংকে। এই ব্যাপারে জনতা জনার্দনের রায় কী? আপনারা জাতীয় দলের কোচের পদে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে কাকে দেখতে চান?
শুক্রবার জানা যায় যে, কোচ হিসাবে গম্ভীরকে পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বড় অংশ। শোনা যায়, গম্ভীরকে প্রস্তাবও দেওয়া হয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গম্ভীর।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গম্ভীর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সৈনিক ছিলেন গম্ভীর। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁকে অধিনায়ক করে। পরের সাতটি আইপিএলে তিনি কেকেআরকে পাঁচবার প্লে অফে তোলেন। দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ক্রিকেট থেকে অবসরের পর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে নতুন ইনিংস শুরু করেন গম্ভীর। দুবার পদে থেকে দুবারই দলকে প্লে অফে তোলেন গৌতি। শাহরুখ খান স্বয়ং তাঁর সঙ্গে কথা বলে কেকেআরের মেন্টর হতে রাজি করান। আর সেই দায়িত্ব নিয়েই কেকেআরকে প্লে অফে তুলেছেন গম্ভীর। চ্যাম্পিয়ন হওয়ারও অন্যতম দাবিদার মনে করা হচ্ছে কেকেআরকে। তারপর থেকেই গম্ভীরকে নিয়ে আলোচনা আরও জোরালভাবে শুরু।
ফ্লেমিংও কোচ হিসাবে যথেষ্ট সফল। আইপিএলে কোচিং করানোয় ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল। ম্যান ম্যানেজমেন্ট দুর্দান্ত। তবে ভারতের কোচ হলে বছরে অন্তত ১০ মাস দেশের বাইরে থাকতে হবে। নিউজ়িল্যান্ডের তারকা রাজি হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।
ভারতীয় দলের সম্ভাব্য কোচ হিসাবে রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গারের নামও ঘোরাফেরা করছে। দুজনই আইপিএলে কোচিং করান।
অনেকেই দেশি কোচের পক্ষে। কেউ কেউ চাইছেন বিদেশি কোচ। আপনার রায় কী?
আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।