(Source: ECI/ABP News/ABP Majha)
BCCI: হঠাৎই বিসিসিআইয়ের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে উধাও 'গোল্ডেন টিক', কিন্তু কেন?
Twitter: নিয়ম অনুযায়ী ভেরিফায়েড কোম্পানি বা বিভিন্ন ব্যবসায়ী সংস্থার নামের পাশে ট্যুইটারে 'গোল্ডেন টিক' থাকে। সেই হিসাবেই বিসিসিআইয়ের নামের পাশেরও দেখা যেত টিক।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া মাধ্যম ট্যুইটারে (এক্স) (X) হঠাৎ করেই গায়েব ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) 'গোল্ডেন টিক'। ভেরিফায়াড অ্যাকাওউন্টগুলির পাশে বিভিন্ন ধরনের টিক থাকে। তবে হঠাৎই রবিবার, ১৩ অগাস্ট, বিসিসিআইয়ের ট্যুইটার অ্যাকাউন্টের পাশ থেকে সেই টিক উধাও হয়ে যায়। এর কারণটা ঠিক কী?
রাত পোহালেই ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day)। সেই উপলক্ষে বিসিসিআই ভারতীয় প্রধানমন্ত্রীর 'হর ঘর তিরঙ্গা' প্রচারণারকে সমর্থন জানাতে নিজেদের প্রোফাইল ছবি বদলে তিরঙ্গা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রবিবার সকল দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'হর ঘর তিরঙ্গা মুভমেন্টে অন্তর্গত আমরা সবাই মিলে চলুন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ডিপিটা বদলে এই মুভমেন্টকে সমর্থন জানাই। এর মাধ্যমে আমাদের প্রিয় দেশ এবং আমাদের মধ্যেকার বন্ধন আরও সুদৃঢ় হবে।'
In the spirit of the #HarGharTiranga movement, let us change the DP of our social media accounts and extend support to this unique effort which will deepen the bond between our beloved country and us.
— Narendra Modi (@narendramodi) August 13, 2023
বিসিসিআইয়ের তরফে ঠিক তেমনটাই করা হয় এবং সেই সূত্রেই আরও অনেক ভেরিফাইড অ্যাকাউন্টের মতো বিসিসিআইও নিজেদের নামের পাশে টিকটা হারিয়ে ফেলে। ট্যুইটারের নতুন নিয়মাবলী অনুযায়ী কোনও ভেরিফায়েড প্রোফাইল নিজেদের প্রোফাইল ছবি বদল করলেই তারা সঙ্গে সঙ্গেই তাদের নামের পাশের টিক হারিয়ে ফেলে। বিসিসিআইয়ের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। অবশ্য আসন্ন এশিয়া কাপের আগে ভারতীয় বোর্ডের নামের পাশে ফের একবার ট্যুইটারে টিক ফিরে আসার আশা করাই যায়। অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলালেও অবশ্য তাঁর প্রোফাইল নামের পাশ থেকে ধূসর টিক সরানো হয়নি।
প্রসঙ্গত, রবিবারই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ফ্লোরিডায় মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজ়ের ফলাফল নির্ণায়ক এই পঞ্চম ম্যাচে অবশ্য তরুণ ভারতীয় দল জিততে ব্যর্থ হয়। আট উইকেটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হয় টিম ইন্ডিয়াকে। ১৬৬ রান তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৮৫ ও নিকোলাস পুরানের ৪৭ রানের ইনিংস দুই ওভার বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজ়কে সহজে জয় এনে দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কখনও কখনও হারটাও প্রয়োজনীয়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ খুইয়ে দাবি হার্দিকের