Rishabh Pant Update: দ্রুত সেরে উঠছেন পন্থ, বিশ্বকাপেই কি ফিরবেন জাতীয় দলে?
Rishabh Pant: সম্প্রতি পন্থ সিঁড়ি বেয়ে ওপরে উঠার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
মুম্বই: গত বছরের শেষের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ঋষভ পন্থ (Rishbah Pant) সুস্থ হয়ে উঠছেন। প্রাথমিকভাবেই মনে করা হয়েছিল তিনি কোনওভাবেই চলতি বছরের শেষের দিকে দেশে আয়োজিত হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশ নিতে পারবেন না। তবে পন্থের দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর এত দ্রুত সুস্থতাই বিসিসিআইকে (BCCI) আশার আলো দেখাচ্ছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন, আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।
তবে ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী, বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাঁকে দ্রুত ম্য়াচ ফিট করে তুলতে আগ্রহী।
পন্থ আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই নিজের রিহ্যাব প্রক্রিয়া সারছেন। তিনি একা নন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, শ্রেয়স আইয়াররাও রয়েছেন। তাঁরাও চোট সারিয়ে মাঠে ফেরার লক্ষ্যে রিহ্যাব চালাচ্ছেন। পন্থও রিহ্যাব চালাচ্ছেন। ভারতের তারকা কিপার ব্যাটারের চোট অনেকটা সেরেও উঠলেও, তিনি কিন্তু এখনও ম্যাচ ফিটনেসের ধারেকাছেও নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিজিও এস রজনীকান্ত। তবে শেষমেশ তিনি বিশ্বকাপের আগে আদৌ মাঠে ফিরতে পারেন কি না, সেটাই দেখার।
অবশ্য পন্থের মাঠে ফেরা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, বুমরা এবং শ্রেয়স কিন্তু আসন্ন এশিয়া কাপেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন। গতকালই এশিয়া কাপের (Asia Cup 2023) দিনক্ষণ জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। হাইব্রিড মডেলেই পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দেশে এবারের এশিয়া কাপের আসর বসবে। ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। খবর অনুযায়ী এই টুর্নামেন্টেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন যশপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার।