Ashes 2025: অ্যাডিলেডে চাপে ইংল্যান্ড, তারই আগে ফিল্ডিং সাজানো নিয়ে স্টোকস-আর্চারের উত্তপ্ত বাক্য বিনিময়
Australia vs England: পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ়ে আপাতত ২-০ পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

অ্যাডিলেড: চলতি অ্যাশেজ সিরিজ়ে (The Ashes) প্রথম দুই টেস্ট হেরে বেশ চাপে ইংল্যান্ড। সিরিজ়ের তৃতীয় টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়াকে নাগালে পেলেও, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্কের লড়াইয়ে ফের একবার চাপে পড়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে স্টার্কদের ইনিংসের পর বল প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের বোলিংয়ে দিনশেষে ম্যাচে অনেকটা পিছিয়ে বেন স্টোকসের (Ben Stokes) দল। এরই মাঝে গোঁদের ওপর বিষফোঁড়া মাঠের মাঝেই অধিনায়ক ও তারকা বোলারের বাদানুবাদ।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের বোলিং ইনিংসের সময়। মাঠের মাঝেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও তারকা বোলার জোফ্রা আর্চারকে কথা কাটাকাটি করতে দেখা যায়। আর্চার স্টোকসের ফিল্ডিং সাজানো নিয়ে অভিযোগ করেন। জবাবে স্টোকস পাল্টা আর্চারের খারাপ বোলিং নিয়ে বলে তাঁকে পাল্টা অভিযোগ করতে শোনা যায়। এই গোটা ঘটনার ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এবং ঘটনাটি বেশ ভাইরালও হয়।
Ben Stokes saying to Archer
— Bernie Coen (@berniecoen) December 17, 2025
Mate don't complain about the field placings when you bowl 💩
"Bowl on the stumps" he says and yep and look what happens #ashes25@7Cricket #AUSvsENG pic.twitter.com/RFaoSnH02Z
প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান বোর্ডে তুলেছিল। মিচেল স্টার্ক ৩৩ রান করে অপরাজিত থেকে যান দিনের শেষে। এদিন যখন তিনি আউট হলেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৪ বলে ৭৫ রান। এখনও পর্যন্ত টেস্টে ৯৫ ইনিংসে ১৭৪৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন স্টার্ক। ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৯। টেস্ট ক্রিকেটে মঞ্চে নয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে ১০টি অর্ধশতরানের ইনিংস খেলার নজির গড়লেন অজি তারকা।
শেষমেশ ৩৭১ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৪৫ রানের ইনিংস খেলেন। বেন স্টোকসও ৪৫ রানে অপরাজিত থাকেন। তবে লোয়ার মিডল অর্ডার কেউই স্টোকসকে তেমন সঙ্গ দিতে পারছিলেন। শেষমেশ মাঠে নামেন আর্চার। বল হাতে পাঁচ উইকেট, স্টোকসের সঙ্গে বিবাদ পিছনে ফেলে তিনিই অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন। সুযোগ পেলে রানও করেন। স্টোকস ও আর্চারের সুবাদেই ইংল্যান্ড ফলো অন এড়াতে সক্ষম হয়। দিনশেষে ইংল্যান্ডের স্কোর আট উইকেটে ২১৩ রান। বর্তমানে আর্চারের সংগ্রহ ৩০। আপাতত প্রথম ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে রয়েছে ইংরেজরা।




















