Yashasvi Jaiswal: ''কীভাবে মানসিক চাপ সামলাও..'', অনন্যার প্রশ্নের উত্তরে কী বললেন জয়সওয়াল?
Yashasvi And Ananya: সম্প্রতি এক জুটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল ও অনন্যা পাণ্ডে। সম্প্রতি এক অনুষ্ঠানে দুজনেই উপস্থিত ছিলেন।

মুম্বই: ভারতীয় ক্রিকেট ও বলিউডের মেলবন্ধন আজকের নয়। ২২ গজের তারকা ক্রিকেটারদের বান্ধবী বা স্ত্রী হিসেবে বলিউডের অনেক অভিনেত্রীকেই দেখা গিয়েছে। পরবর্তীতে যে সম্পর্কগুলো পরিণতিও পেয়েছে। নবাব পতৌদি- শর্মিলা ঠাকুর হোক বা বিরাট-অনুষ্কা, কে এল রাহুল-আথিয়া শেট্টি। এমনকী হরভজন সিংহ-গীতা বসরা, জাহির খান-সাগরিকা ঘাটকে। এমন অনেক উদাহরণ পাওয়া যাবে। এবার এক মঞ্চে দেখা গেল আর এক বলিউড ও ক্রিকেটের মেলবন্ধনের গল্প।
সম্প্রতি এক জুটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল ও অনন্যা পাণ্ডে। সম্প্রতি এক অনুষ্ঠানে দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে আরও অনেক তরুণ ক্রিকেটার উপস্থিত ছিলেন। অনন্যা ও যশস্বীকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে যশস্বীকে অনন্যা প্রশ্ন করছেন যে 'তুমি এত মানসিক চাপ কীভাবে সামলাও?' তখন বাঁহাতি তরুণ ওপেনার বলেন, ''আমি আসলে এত কিছু নিয়ে ভাবি না। নিজে কী করছি। নিজে কী করতে চাই, সেই বিষয়টা নিয়ে মনের মধ্যে পরিষ্কার ধারণা রাখি। আর কিছু নিয়ে বেশি ভাবি না আমি।''
Yashasvi Jaiswal To Ananya Pandey!🌟👏 pic.twitter.com/bT5YW5Hj1t
— 𝐘𝐀𝐒𝐇𝐀𝐒𝐕𝐈𝐚𝐧 (@zashasvian) January 28, 2025
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশস্বী জয়সওয়াল, লক্ষ্য সেনরা। অনন্য়াকে দেখা যায় উপস্থাপিকা হিসেবে তাঁদের সঙ্গে কথা বলতে। এরই মধ্য়ে বৃহস্পতিবার জয়সওয়াল ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক করলেন। বিরাট কোহলি চোটের জন্য না খেলায় জয়সওয়ালের সামনে সুযোগ চলে আসে। ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম ওয়ান ডে ম্য়াচে ফিল্ডিংয়ে দুরন্ত একটি ক্যাচও লুফে নেন তিনি।
অভিষেক হল তরুণ পেসার হর্ষিত রানারও। তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে ক্যাপ পান তিনি। তরুণ তুর্কির পারফরম্যান্সে কিন্তু শামি আনন্দিতই হবেন। তরুণ হলেও দারুণ পরিপক্কতা দেখান তিনি। তাই তো ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি। গড়লেন ইতিহাসও। গত বছর পারথে নিজের প্রথম টেস্ট ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে কনকাশন সাব হিসাবে নেমে তিনি উইকেট নেন। ওয়ান ডে অভিষেতেও এল তিন উইকেট। প্রথম ভারতীয় বোলার হিসাবে তিন ফর্ম্যাটেই নিজের অভিষেক ইনিংসে তিন উইকেট নিলেন তিনি।


















