Border-Gavaskar Trophy: পারথে প্রথম টেস্টের আগে শেষ মুহূর্তে বদল? অনুশীলন সেশনেই মিলল পূর্বাভাস!
Ravindra Jadeja: ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনে সবার শেষে নেট ছাড়েন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
পারথ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট (IND vs AUS 1st Test)। পারথে এই ম্যাচের রোহিত শর্মা নেই। যশপ্রীত বুমরাই দলকে নেতৃত্ব দেবেন, তা নিশ্চিত। তবে শুভমন গিলের আঙুল ভেঙেছে। তাই প্রথম টেস্টে কিন্তু একাধিক নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। পারথে কারা খেলবেন ভারতীয় দলে?
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে যশপ্রীত বুমরা একাদশ নিয়ে কোনও পূর্বাভাস না দিলেও, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই ভারতীয় দলের একাদশ নির্ধারিত হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে কিন্তু টিম ইন্ডিয়ার একাদশে বদল হলেও হতে পারে। শোনা যাচ্ছিল প্রথম টেস্টে ভারতীয় দলের একমাত্র স্পিনার হিসাবে দলে সুযোগ পেতে চলেছেন আর অশ্বিন। সেক্ষেত্রে রবীন্দ্র জাডেজাকে মাঠের বাইরে বসতে হত। তবে পারথে শেষবেলার অনুশীলনে কিন্তু অন্য ছবি ধরা পড়ল।
ম্যাচের আগের দিন ভারতীয় দলের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। তিনি দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের পর নেট থেকে সবার শেষে বের হন। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে অনেকটা সময় আলোচনাও করতে দেখা যায় তাঁকে। এইসব জিনিসপত্র দেখেই অজ়ি মিডিয়ার একাংশের দাবি জাডেজা সম্ভবত প্রথম টেস্টে খেলতে নামছেন। তবে তিনি অশ্বিনের বদলে একমাত্র স্পিনার হিসাবে খেলবেন না অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে নামবেন, সেটা বলা দায়।
এই ম্যাচে রোহিত না খেললেও, তিনি কিন্তু গোটা বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর সঙ্গে কথাবার্তাও হয়েছে বলে জানান যশপ্রীত বুমরা। আর নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে তারকা ফাস্ট বোলারকে বলতে শোনা যায়, নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে বুমরা বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে। তাও আবার এমন হাইভোল্টেজ মহারণে। আমি আমার মত করে দায়িত্ব পালনে চেষ্টা করব। বিরাট আলাদা, রোহিত আলাদা। আমি আমার মত করে কাজ করব। আমি এটাকে আলাদা কিছু মনে করছি না। দায়িত্ব নিতে বরাবরই ভালবাসি। রোহিতের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু এখানে আসার পর নিজের মধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে একটা স্বচ্ছ ধারণা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে নেতৃত্বভার সামলেছি। তবে আমি এখানে একটা ম্য়াচের দায়িত্ব নিয়েই ভাবছি।' তবে সবটা ম্যাচ শুরু হলেই পরিস্কার হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পারথে অপরাজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরে কোহলি, প্রথম টেস্টে কড়া চ্যালেঞ্জের মুখে রোহিত-হীন ভারত