IND vs AUS: বিরাটকে নকল? উইকেটের বেল সরিয়ে লাবুশেনকে ফাঁদে ফেললেন সিরাজ, এরপরই আউট অজি তারকা
Mohammed Siraj and Marnus Labuschagne: এবার বলে বদলে ফাঁদে ফেললেন অজি ব্যাটারকে। ঠিক যেমন বিরাট কোহলিকে করতে দেখা গিয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটারদের বিরুদ্ধে।
ব্রিসবেন: মাঠের লড়াইয়ের বাইরেও একটা লড়াই থাকে। যাকে বলে মনস্তাত্ত্বিক লড়াই। ভারত বনাম অস্ট্রেলিয়া গাব্বা টেস্টে ফের একবার তারই নিদর্শন মিলল। আরও একবার শিরোনামে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে এবার উল্টোদিকে ট্রাভিস হেড নয়। এবার উল্টোদিকে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। তবে এবার বলে বদলে ফাঁদে ফেললেন অজি ব্যাটারকে। ঠিক যেমন বিরাট কোহলিকে করতে দেখা গিয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটারদের বিরুদ্ধে। এবার ঠিক সেভাবেই কিং কোহলিকে নকল করেই লাবুশেনকে ফাঁদে ফেললেন সিরাজ। আশ্চর্যজনকভাবে পরের ওভারেই আউট হলেন অজি ব্যাটার।
গোলাপি বলের টেস্টে হেডের সঙ্গে সিরাজের ঝামেলা শিরোনামে উঠে এসেছিল। কিন্তু পারথ ও অ্য়াডিলেড দুটো টেস্টেই সিরাজের সঙ্গে তু তু মে মে..এইরকম আবহ তৈরি হয়েছিল সিরাজ ও লাবুশেনের মধ্যে। ব্রিসবেনে ব্যাট করছিলেন তখন লাবুশেন। আচমকাই বোলিং এন্ড থেকে দৌড়ে আসেন সিরাজ। সেখানে এসে বেল উইকেটের ওপর থেকে বদলে দেন তিনি। সিরাজ বেল পরিবর্তন করে চলে যাওয়ার পর লাবুশেন ফের আগের মতই বেল পরিবর্তন করে দেন। কিন্তু মানসিকভাবে এই লড়াইটায় জিতে গিয়েছিলেন ততক্ষণে ভারতীয় বোলার। পরের ওভারে নীতিশ রেড্ডির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ৩৩ তম ওভারে দ্বিতীয় বলের পরই সিরাজ এগিয়ে এসে বেল বদলে দিয়েছিলেন। সেই সময় মাঠের উপস্থিত দর্শকরাও চিৎকার করে ওঠেন। উল্লেখ্য, অ্য়াডিলেডে হেডের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকেই অজি দর্শকদের কাছে ভিলেন হয়ে গিয়েছন ভারতের এই তারকা পেস বোলার।
এদিকে, গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনার উসমান খাওয়াজা ও নাথান ম্য়াকস্যুইনি বড় রান করতে না পারলেও স্মিথ ও হেড দুজনেই এদিন ভারতীয় বোলারদের সামনে আতঙ্ক হয়ে ওঠেন। ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নামলেই শতরান হাঁকানোটা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন হেড। স্মিথ ১০১ রানে ফিরলেও হেড ১৫২ রান করেন। যদিও শেষ পর্যন্ত ১৮টি বাউন্ডারি হাঁকিয়ে বুমরার শিকার হয়ে ফেরেন। অ্য়ালেক্স ক্যারি ৪৫ রানে ক্রিজে আছেন দিনের শেষে। তাঁর সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক। হাতে এখনও তিন উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে বুমরার পাঁচ উইকে ছাড়া নীতিশ রেড্ডির এক উইকেট ও সিরাজের ঝুলিতে ১ উইকেট এসেছে। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি।