Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের পতাকা নিয়ে ঢোকায় হেনস্থা, গ্যালারি থেকে উৎখাত! গ্রেফতার হলেন সমর্থক?
India VS Pakistan: লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক সমর্থক মাঠে ভারতীয় পতাকা নিয়ে প্রবেশ করাতেই যত কাণ্ড।

লাহৌর: রবিবাসরীয় ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচে বিরাট কোহলির নাসিম শাহের জুতোর ফিতে বেঁধে দেওয়া, বাবর আজমের পিঠ চাপড়ে দেওয়া থেকে পাকিস্তানি সমর্থকজুটির কোহলি লেখা জার্সি পরে মাঠে আসা, সৌভ্রাতৃত্বের একাধিক ছবি ধরা পড়েছিল। তবে ম্যাচে যাই দেখা যাক না কেন, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি এবং সেই নিয়ে চাপানউতোর যে অব্যাহত, তা অপর এক চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচেই ধরা পড়ল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে আসা এক সমর্থককে মাঠ থেকেই বের করে দেওয়া হল। তাঁর দোষ কী? না তিনি গ্যালারিতে ভারতের জাতীয় দলের পতাকা নিয়ে বসেছিলেন। ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলছে দুবাইয়ে। তবে এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। সেখানেই লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক সমর্থক ভারতের পতাকা নিয়ে মাঠে ঢোকেন। এই নিয়েই যত কাণ্ড।
এক ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই আধিকারিক সেই সমর্থককে গ্যালারি থেকে উৎখাত করে তাঁদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। শুধু নিয়ে যাচ্ছেন বলা ভুল। তাঁর কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই সমর্থকের হাত থেকে ভারতীয় পতাকা তো কেড়ে নেওয়া হয়ই। আম্পায়ার রিচার্ড কেটেলবরোর পোস্ট যদি বিশ্বাস করা হয়, তাহলে সেই সমর্থককে নাকি গ্রেফতারও করা হয়েছে। তবে শোনা যাচ্ছে এতেও নাকি আধিকারিকরা শান্ত হননি। রিপোর্ট অনুযায়ী মাঠের বাইরে নিয়ে গিয়ে সেই সমর্থককে নাকি বেধড়ক মারধরও করা হয়।
A man got arrested in Lahore Stadium for having Indian Flag 🇮🇳 #INDvsPAK pic.twitter.com/0MVikl2YJr
— Richard Kettleborough (@RichKettle07) February 25, 2025
তবে পাকিস্তানের ভারত-বিদ্বেষ কিন্তু এই প্রথম নয়। দিনকয়েক আগেই আরও এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেটি অবশ্য লাহৌর নয়, ছিল করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামের। টুর্নামেন্ট শরুর আগে নতুনভাবে সাজানো করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাত দলের জাতীয় পতাকা রাখা হলেও, ছিল না ভারতের পতাকা। এই বিষয়টি নেটিজেনদের নজরে পড়তেই সমালোচনার ঝড় উঠে। তবে টুর্নামেন্ট শুরু হলে সম্ভবত নিন্দার ঝড়েই বাধ্য হয়ে করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা উড়তে দেখা যায়। তবে এই ভাইরাল ভিডিও ফের একবার নিঃসন্দেহেই দুই দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আরও পড়ুন: আয়োজক পাকিস্তান হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরোয়া দলের সুবিধা পাচ্ছে ভারত! সরব প্রাক্তনীরা




















