Champions Trophy 2025: কেন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল থেকে বাদ পড়লেন মহম্মদ সিরাজ?
Mohammed Siraj: শনিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও দলের অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছিল।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে জায়গা হয়নি মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। এমনকী ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও দলে নেই তিনি। তাহলে হঠাৎ সিরাজকে কেন বাদ দেওয়া হল? শনিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও দলের অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতে ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছিল। সেখানেই সিরাজের নাম না দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কেন ওয়ান ডে ফর্ম্য়াটে সিরাজ নেই। বিশেষ করে গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্য়াচে ৬ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। তাঁর সাম্প্রতিক ওয়ান ডে রেকর্ডও বেশ প্রশংসীয়। সিরাজের দলে না থাকা নিয়ে রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে বলেন, ''আমরা এমন কাউকে চেয়েছিলাম যে নতুন বলে ও ডেথ ওভারে দুটো বিভাগেই বেশ প্রভাব ফেলতে পারবে। সেক্ষেত্রে বুমরা তো অবশ্যই অটোমেটিক চয়েস হত। কিন্তু ও কতটা খেলতে পারবে, তা নিয়ে আমরা সন্দিহান। আমরা অর্শদীপকে চেয়েছিলাম। ও নতুন বলে হোক বা ডেথ ওভার ম্যাচের রং বদলে দিতে পারে। আর শামিকে নিয়ে তো আলাদা কিছু বলারই নেই। আগেও শামি কেমন পারফর্ম করেছে, তা আমরা জানি। এই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম যে সিরাজের প্রভাব সেভাবে হয়ত পড়বে না। ও নতুন বলে যদি না বল করে সেক্ষেত্রে বাকিদের থেকে কিছুটা পিছিয়ে গিয়েছে ওখানেই সিরাজ।''
রোহিত আরও বলেন, ''আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম যে স্কোয়াডে তিন পেসার খেলানো হবে। কারণ আমরা চেয়েছিলাম অলরাউন্ডারদের যাতে সবাইকে পাওয়া যায়। এটা দুর্ভাগ্যজনক যে আমরা সিরাজকে পাইনি। কিন্তু যাদের দলে নেওয়া হয়েছে। তাঁরা নিজেদের সেরাটা দেবে দলের স্বার্থে এই বিষয়ে আমরা নিশ্চিত।''
আগেই ঠিক ছিল যে রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠক করবেন। সেই মতই শনিবার দুপুরে দুজনে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতেই সাংবাদিক বৈঠকে আসেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত শর্মার ওয়ান ডে ফর্ম্য়াটেও দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী আদৌ তিনি অধিনায়ক থাকবেন কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। হিটম্যানের সঙ্গে বৈঠকেও বসেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর। সেখানেই নাকি রোহিত বলে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাঁকে সময় দিতে। এরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল যে রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলিও রয়েছেন। শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরম্য়ান্স করার পুরস্কার পেলেন। তিনি সুযোগ পেয়েছেন দলে। হার্দিক পাণ্ড্য ফিরেছেন। অক্ষর পটেল ও কুলদীপ যাদবকেও রাখা হয়েছে স্কোয়াড। এদিন যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলবে।




















