Champions Trophy: পাকিস্তানে খেলা দেখতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে রাজীব শুক্ল, কী জবাব দিলেন?
India vs Pakistan: ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল টুর্নামেন্ট চলাকালীন এই নিয়ে দু'বার পাকিস্তানে গেলেন। বুধবার তিনি গিয়েছিলেন নিউজ়িল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ দেখতে।

লাহৌর: নিরাপত্তার কারণে ও দুই দেশের রাজনৈতিক সমীকরণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যাইনি ভারতীয় দল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল টুর্নামেন্ট চলাকালীন এই নিয়ে দু'বার পাকিস্তানে গেলেন। বুধবার তিনি লাহৌরে গিয়েছিলেন নিউজ়িল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ দেখতে। আর সেখানে গিয়ে পাক সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হলেন রাজীব শুক্ল।
ভারতীয় বোর্ডের প্রস্তাবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলছে নিরপেক্ষ দেশে, দুবাইয়ে। আর বাকি টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানে। ভারতের সেমিফাইনাল ও ফাইনাল ম্য়াচও হবে দুবাইয়ের মাটিতে। রবিবার ফাইনালের ভারতের প্রতিপক্ষন নিউজ়িল্যান্ড। যারা বুধবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কার্যত একপেশে লড়াইয়ে ৫০ রানে হারিয়ে দিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। যা নিয়ে সমালোচনাও হচ্ছে বিস্তর। বলা হচ্ছে, একই মাঠে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া।
বুধবার পাকিস্তানের এক সাংবাদিক রাজীব শুক্লকে এ নিয়ে প্রশ্ন করেন। যুতসই জবাবও দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। বলেন, 'যখন আইসিসি বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঠিক হয়েছিল ভারত-কেন্দ্রিক সব ম্যাচই হবে দুবাইয়ে। বাকি ম্যাচগুলি হবে পাকিস্তানে। ভারতীয় দল পিচের ওপর নির্ভর করে ক্রিকেট খেলে না। দুবাইয়ের মাঠেও বিভিন্ন রকমের পিচ রয়েছে। ভারত পারফরম্যান্স মাথায় রেখে খেলছে। ক্রিকেটারেরা দক্ষতা অনুযায়ী খেলছে।'
আরও পড়ুন: ইডেনে আইপিএলের টিকিটের দাম বাড়ছে? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? বড় আপডেট
এরপরই রাজীব শুক্লকে প্রশ্ন করা হয়, নিরপেক্ষ কোনও দেশে ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না। শুক্ল জানিয়ে দেন, এটি পুরোপুরি ভারতীয় সরকারের সিদ্ধান্ত। পাশাপাশি তিনি এ-ও জানান যে, নিরপেক্ষ কোনও দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলা ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মপদ্ধতিতে নেই।
রাজীব শুক্ল বলেন, 'ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বলতে পারি, এই সিদ্ধান্ত সব সময় সরকারের হাতে থাকে। ভারত সরকার আমাদের যা বলবে, আমরা তাই করব। আর আমরা কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিরপেক্ষ কোনও দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সহমত হবে না। দুই দেশের কোনও একটা জায়গাতেই হওয়া উচিত এই সিরিজ।'




















