Cheteshwar Pujara: ২২ গজকে বিদায়, সাোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে অবসর ঘোষণা পূজারার
৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার।

সৌরাষ্ট্র: সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন চেতেশ্বর পূজারা। নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেছেন ডানহাতি এই তারকা ব্যাটার। সাদা বলের ক্রিকেটে সেভাবে সুযোগ পাননি কোনওদিনই। তবে টেস্ট ফর্ম্যাটে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিলেন সৌরাষ্ট্রের এই ব্যাটার। নিজের সোশ্য়াল মিডিয়ায় পূজারা লিখেছেন, ''ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে যতবার নামা ততবার নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করা, এগুলো কিছুই ভাষায় প্রকাশ করতে পারব না। তবে সব ভালোরই একটা শেষ হয়। এটাই নিয়ম। সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকেই অবসরের কথা ঘোষণা করছি।''
৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার। টেস্ট ফর্ম্যাটে ৭১৯৫ রান করেছেন। মোট ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন টেস্ট ফর্ম্য়াটে। ঘরের মাঠে মোট ৩৮৩৯ রান করেছেন পূজারা। তিন নম্বর পজিশনে টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের দীর্ঘদিনের স্তম্ভ ছিলেন পূজারা। দেশে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর ছিলেন পূজারা।
View this post on Instagram
দীর্ঘদিন ধরেই টেস্ট দল থেকেও বাইরে ছিলেন। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাই পূজারার শেষ টেস্ট ছিল। দেশের জার্সিতে সুযোগ না পেলেও কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন পূজারা সম্প্রতি। এমনকী সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন এই বছর।
দুদিন আগেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল যে পূজারাকে পাওয়া যাবে আসন্ন রঞ্জি মরশুমের জন্য। সৌরাষ্ট্রের হয়ে ফের একবার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে নামবেন তিনি। এমনটাই জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন। আগামী অক্টােবর থেকে শুরু হতে চলেছে এবারের রঞ্জি ট্রফি। গত বারের ঘরোয়া মরশুম শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। এরপর ফের একবার এবারের রঞ্জি মরশুমে খেলতে দেখা যাবে হয়ত পূজারাকে।
রাহানে এখনও পর্যন্ত অবসরের কথা ঘোষণা করেননি। তবে তিনিও জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে এই মুহূর্তে।




















