Ollie Pope: আট দেশের বিরুদ্ধে আটটি টেস্ট শতরান করে রেকর্ড, বুমরাদের চাপ বাড়াচ্ছেন ওলি পোপ
ENG vs ZIM: চারদিনের টেস্ট ম্য়াচে টেন্টব্রিজে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বোর্ডে রেকর্ড ৫৬৫ রান তুলে ডিক্লেয়ার দিয়েছে ইংল্য়ান্ড।

নটিংহ্যাম: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ এটি হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে হয়ত খেলতে নামবে ভারত। কিন্তু সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের একজন ব্যাটার কিন্তু মাথাব্যথার কারণ হতে পারে বুমরা, সিরাজদের জন্য। তিনি হলেন ওলি পোপ। জিম্বাবোয়ের বিরুদ্ধে চলতি টেস্টে শতরান করার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন ডানহাতি তরুণ এই ব্যাটার।
চারদিনের টেস্ট ম্য়াচে টেন্টব্রিজে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বোর্ডে রেকর্ড ৫৬৫ রান তুলে ডিক্লেয়ার দিয়েছে ইংল্য়ান্ড। সেখানেই তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬৬ বলে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন পোপ। নিজের ইনিংসে ২৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন পোপ। তিনি ছাড়াও শতরান হাঁকিয়েছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তবে ম্য়াচের শিরোনামে উঠে এসেছেন ওলি পোপ।
১০৯ বলে নিজের শতরান পূরণ করেছিলেন পোপ। এটি তাঁর কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান। যার সঙ্গে সঙ্গেই রেকর্ডবুকেও নাম তুলে নিয়েছেন পোপ। তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে সাত নম্বর সেঞ্চুরি ছিল এটি পোপের। তার থেকেও বড় কথা এই আটটি সেঞ্চুরিই এসেছে আলাদা আলাদা আটটি দেশের বিরুদ্ধে। ২৭ বছরের এই ব্যাটার বিশ্বের প্রথম ব্যাটার যিনি নিজের টেস্ট কেরিয়ারের প্রথম আটটি সেঞ্চুরি হাঁকিয়েছেন আটটি আলাদা আলাদা দেশের বিরুদ্ধে।
এর আগে টেস্টে ১৩ হাজার রান পূরণ করেছিলেন জো রুট। এদিন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, জ্যাক কালিসদের পর টেস্ট ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটার হিসাবে ১৩ হাজার রানের গণ্ডি পার করেন রুট। এতদিন পর্যন্ত প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের দখলে দ্রুততম ব্যাটার হিসাবে ১৩ হাজার টেস্ট রান করার কৃতিত্ব ছিল। সেই রেকর্ড নিজের নামে করে ফেললেন রুট।
৩৪ বছর বয়সি রুট ১৫৩টি টেস্টে ৫০-র অধিক গড়ে এখনও পর্যন্ত ১৩০০৬ রান করেছেন। তাঁর আগে কেবলমাত্র চার ব্যাটার রয়েছেন। তাঁর হাতে সময় রয়েছে। টেস্টের সর্বাধিক রানসংগ্রাহক সচিন তেন্ডুলকরের থেকে কিন্তু খুব পিছিয়ে নেই রুট। সচিন টেস্টে সর্বাধিক ১৫৯২১ রান করেছেন। রুট কিন্তু অদূর ভবিষ্যতে তাঁকে রানের নিরিখে পিছনে ফেলেই দিতে পারেন।
তবে আপাতত ইংল্যান্ডের এই দুই ব্যাটার কিন্তু যে ফর্মে তাতে ভারতীয় বোলারদের কাজটা কিন্তু একেবারেই সহজ হবে না টেস্ট সিরিজে।




















