Shikhar Dhawan: রায়নার পর এবার শিখর ধবন, ইডি দফতরে ডাক পড়ল প্রাক্তন ভারতীয় ওপেনারের
Shikhar Dhawan Illegal Betting App Probe: একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিখরকে ডেকে পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: সপ্তাহ দু'য়েক আগেই এক অবৈধ বেটিং সংস্থার সঙ্গে তাঁর সংযোগের জেরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে ডাক পড়েছিল সুরেশ রায়নার। এবার সেই একই মামলায় ইডির দফতরে ডেকে পাঠানো হল রায়নার প্রাক্তন ভারতীয় সতীর্থ শিখর ধবনকেও (Shikhar Dhawan)। বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর সকালেই নয়াদিল্লির ইডির অফিসে হাজিরা দেন শিখর।
একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিখরকে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি একটি ‘‘অবৈধ’’ বেটিং অ্যাপ (1XBET)-এর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের তদন্তে নেমেছে। সেই অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে রায়নার পর এবার শিখরেরও বয়ান রেকর্ড করা হল। ইডির তরফে এমন একাধিক সংস্থার তদন্ত করা হচ্ছে যারা বেটিংয়ের মাধ্যমে নিয়োগকারীদের কোটি কোটি টাকা লুঠ করে কর ফাঁকি দিয়েছে। উল্লেখিত সংস্থার বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত চলছে।
শিখরকে এই সংস্থার সঙ্গে বিভিন্ন এনডোর্সমেন্টের মাধ্যমে জড়িত থাকার জন্যই প্রশ্নের আওতায় আনা হয়েছে। এই বেটিং প্ল্যাটফর্মগুলির প্রচারের কাজে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহকেও ব্যবহার করা হয়েছিল। তাঁদেরও ইডি জিজ্ঞাসাবাদ করেছে বলেই খবর। ক্রিকেটারদের পাশাপাশি বলিউড অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রউতেলাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও গত মে মাসে তেলঙ্গানা পুলিশ রানা ডুগ্গুবতি, নিধি আগরওয়াল, প্রকাশ রাজের মতো নামীদামি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিল।
সিংহভাগ তারকারাই কিন্তু দাবি করেছেন যে যে অঞ্চলে অনলাইন বেটিং বৈধ, তাঁরা কেবল সেইসব জায়গাতেই এই সংস্থাগুলিকে প্রমোট করেছেন। ৩৯ বছর বয়সি ক্রিকেটার শিখর ধবন এক্ষেত্রে কী বলেন, সেটাই এবার জানার অপেক্ষা। তবে এদিন সকালে নিজের স্বভাবচিত হাসিমুখেই ইডির অফিসে শিখর ধবনকে প্রবেশ করতে দেখা যায়।
সদ্যই কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন রিয়েল মানি গেমিং একগুচ্ছ অ্যাপের ওপর কড়াকড়ি করা হয়েছে। আর্থিক তছরুপ, অর্থ পাচার, আসক্তি ইত্যাদি না না কারণে এই সংস্থাগুলির ওপর কড়াকড়ি করা হয়েছে। এই অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে তারকা-যোগ নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁরই অংশ হিসাবে ধবনকে আজ ডেকে পাঠানো হয়েছিল। রায়না, ধবনদের পরেই এই জিজ্ঞাসাবাদের পর্ব থামাবে না বলেই খবর। আগামীদিনে এমন সংস্থার সঙ্গে যে কোনওভাবে জড়িত আরও একাধিক বড় বড় নামকে ইডি তলব করবে বলেই খবর।




















