ENG vs IND: সাফল্য পেতে বদ্ধপরিকর, বাকি দলের আগেই ইংল্যান্ডে পৌঁছে অনুশীলন ম্যাচ খেলার আবেদন রাহুলের?
KL Rahul: বাকি দল ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিলেও, রাহুল ২ জুন সোমবারই ইংল্যান্ডের জন্য পাড়ি দিচ্ছেন।

নয়াদিল্লি: আইপিএল একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে। এই মেগাটুর্নামেন্টের পরেই বিলেত সফরে যাবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল। সেই সফরের আগে আসন্ন সোমবার, ২ জুন বিলেত সফরের জন্য উড়ে যাচ্ছেন কেএল রাহুল।
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় মানে হাড্ডাহাড্ডি লড়াই, কঠিন চ্যালেঞ্জ। ইংল্যান্ডের মাটিতে ২০০৭ সালের পর থেকে ভারতীয় দল আর টেস্ট সিরিজ় জেতেনি। ফলে স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জটা যে কতটা কঠিন, তা বলে দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। এই কঠিন সিরিজ়ের আগে তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না কেএল রাহুল (KL Rahul)। সেই কারণেই পরবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বিলেত সফরে পাড়ি দিচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার।
বাকি ভারতীয় দলের সঙ্গে ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল রাহুলের। তবে তিনি আগেভাগেই ইংল্যান্ড যাওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন বলে খবর। শুধু তাই ভারতীয় 'এ' দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার জন্যও রাহুল অনুরোধ করেছেন বলে শোনা যাচ্ছে। বোর্ড রাহুলের আবেদনে সাড়া দিয়ে গত রাতেই যা যা করণীয় সেই সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে।
এই ঘটনা অবশ্য নতুন নয়। রাহুল ভারতের শেষ টেস্ট সফরের আগেও এমনটাই করেছিলেন। বাকি দলের আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়ে তিনি ভারতীয় 'এ' দলের হয়ে অনুশীলনে ম্যাচে মাঠে নামেন। অজ়িভূমে ভারতের হতাশাজনক সফরে নিজের ব্যাটিংয়ে কিন্তু রাহুল সকলকে মুগ্ধ করেছিলেন, প্রশংসা কুড়িয়েছিলেন। এবারেও কিন্তু তেমন কিছুই করার আশায় রাহুল। ৬ জুন থেকে নর্দাম্পটনে ভারতীয় 'এ' দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলা হবে। সেই ম্যাচে খেলবেন রাহুল।
ইংল্যান্ড সফরে মাঠে নামার জন্য যশপ্রীত বুমরাও মুখিয়ে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা মানেই 'বাজ়বলে'-র মুখোমুখি হওয়া। লাল বলের ক্রিকেটেও ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং, টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে। অবশ্য সেই বুমরার তেমন মাথাব্যথা নেই। বরং দলের ফাস্ট বোলিং বিভাগে আস্থা রাখছেন ভারতীয় বোলিং বিভাগের নেতা। 'ওরা যে ধরনের ক্রিকেটটা খেলে সেটা বেশ মজাদার। তবে আমি সত্যি বলতে ওটা ওত বুঝি না। তবে বোলিং বিভাগ হিসাবে আমদের নিজেদের ওপর এটুকু আস্থা আছে যে প্রতিপক্ষের ব্যাটাররা অতিআগ্রাসী মেজাজে ব্যাটিং করলে আমাদের দিনে আমরা পরপর উইকেট নিয়ে ওদের ব্যাটিংয়ে ধস নামিয়ে দিতে পারি।' মত বুমরার।
সমর্থকরা কিন্তু ২০ জুন থেকে এক দুরন্ত সিরিজ়ের আশা করতেই পারেন।
















