IND vs ENG: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন অভিজ্ঞ ওকস
England Squad: গাস অ্য়াটকিনসনকে অবশ্য প্রথম টেস্টে পাচ্ছে না ইংল্য়ান্ড। তাঁর চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ের। ট্রেন্টব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন অ্য়াটকিনসন গত মাসে।

হেডিংলে: আর কিছুদিন পর থেকেই শুরু লাল বলের মহাযুদ্ধ। ভারতীয় ক্রিকেট দল উড়ে যাচ্ছে ইংল্যান্ডে (India vs England Test Series)। সেখানেই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে তারা। আগামী ৩০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। যার প্রথম টেস্ট হতে চলেছে লিডসে। এবার সেই টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হল। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল ফিরেছেন অভিজ্ঞ ক্রিস ওকস।
এদিকে, আট বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েছেন করুণ নায়ার। আর প্রস্তুতি ম্য়াচে খেলতে নেমেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছেন করুণ। ২০১৭ সালে ধর্মশালায় শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগের বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন। বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন করুণ নায়ার। এরপর থেকেই বারবার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স করেও জাতীয় দলে সুযোগ আসছিল না। এবারের ইংল্যান্ড সিরিজেও বিরাট ও রোহিত থাকলে আদৌ সুযোগ আসত কি না সন্দেহ। তবে শেষ মুহূর্তে ২ অভিজ্ঞ তারকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শিকে ছিড়ে যায় করুণের। আর ১৮ সদস্যের দলে ঢুকে পড়েছেন তিনি।




















