Indian Cricket Team: 'সিরাজের থেকে অনেক এগিয়ে হর্ষিত', কেকেআর তারকাকে দরাজ সার্টিফিকেট পার্থিবের
Mohammed Siraj And Harshit Rana: কেকেআর তারকা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ধীরে ধীরে সব ফর্ম্য়াটেই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন তিনি।

মুম্বই: এশিয়া কাপে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পাননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। কেকেআর তারকা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ধীরে ধীরে সব ফর্ম্য়াটেই নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন তিনি। এবার হর্ষিতকে সিরাজের থেকেও উন্নতমানের বোলার বলে দাবি করলেন পার্থিব পটেল। প্রাক্তন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার এই বিষয়ে তাঁর যুক্তিও জানিয়েছেন।
বর্ডার গাওস্কর ট্রফিতে পারথ টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। পুণেতে টি-টোয়েন্টি অভিষেকেও ইংল্যন্ডের বিরুদ্ধে উইকেট পেয়েছিলেন। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে তিন উইকেট নিয়েছিলেন হর্ষিত। পার্থিব বলেন, ''আমি মনে করি সিরাজের থেকে উন্নতমানের বোলার হর্ষিত। তার একটাই কারণ পুরনো বলে হর্ষিত অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। উইকেট তুলে নিতে পারে মাঝের ও শেষের ওভারগুলোতে। তার জন্যই হর্ষিত দলে রয়েছে।''
ঠিক এই বিষয়টিই তুলে ধরেছিলেন রোহিত শর্মাও। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময় সিরাজের বাদ যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিটম্য়ান বলেন, ''সিরাজ নতুন বলে প্রভাব ফেলতে পারে দারুণভাবে। কিন্তু পুরনো বলে কিছুটা দুর্বল ও। প্রচুর রান খরচ হয়ে যায়। আমাদের এমন একজন বোলার প্রয়োজন যে মাঝের ও ডেথ ওভারেও উইকেট তুলতে পারবে। রান আটকাতে পারবে। হর্ষিতকে এই জন্যই সুযোগ দেওয়া হয়েছে।''
নাগপুরে তারকা বোলার মহম্মদ শামির হাত থেকে নিজের ওয়ান ডে ক্যাপ পান হর্ষিত। বয়স কম হলেও দারুণ পরিপক্কতা দেখালেন তিনি। শুরুটা তাঁর জন্য ভাল হয়নি। ফিল সল্টের বিরুদ্ধে এক ওভারে ২৬ রান খরচ করার পরেও তিনি ঘাবড়ে যাননি। বরং সাত ওভার হাত ঘুরিয়ে ৫৩ রানের বিনিময়ে তিনি উইকেট নিলেন তিনি।
হর্ষিত জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথোপকথন এবং পরিকল্পনায় হালকা রদবদলই তাঁকে সাফল্য এনে দিয়েছে, তাঁর ভাগ্য ঘুরিয়ে দেয়। বোলিং ইনিংস শেষের পর রানা ব্রডকাস্টারদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, 'ওরা শট মারার জন্য রুম খুঁজছিল। জায়গা দিলেই ওরা হাত খুলছিল এবং আগ্রাসী ব্যাটিং করছিল। তো সেই নিয়েই রোহিত ভাইয়ের সঙ্গে আমি কথা বলি। সিদ্ধান্ত নিই যাই হোক শট মারার জন্য রুম দেব। সেই পরিকল্পনামাফিকই বোলিং করি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
