Uthappa On Rohit: '৪১ পেরিয়ে যাবে রোহিত', ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে গিলকেই সমর্থন উথাপ্পার
Uthappa On Rohit: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগেই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

মুম্বই: দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছেন ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে রানার্স আপ হয়েছিলেন। কিন্তু চেয়েছিলেন অধিনায়ক হিসেবে ২০২৭ বিশ্বকাপ জিততে। তা আর হল না। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগেই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে বেছে নিয়েছেন নির্বাচকরা। রোহিতকে সরানো নিয়ে নানা মুনির নানা মত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা মনে করেন গিলকে নেতৃত্বভার তুলে দেওয়াটা একেবারে সঠিক সিদ্ধান্ত।
রবিন উথাপ্পা নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ''সত্যি কথা বলতে ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স ৪১ হয়ে যাবে। বাস্তবটা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গিল কেমন পারফর্ম করে সেটাই দেখার।'' অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগামী ওয়ান ডে বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে গিলকে পর্যাপ্ত সময় দিতে চেয়েছিলেন। সেই মতই গিলকে অস্ট্রেলিয়া সিরিজেই অধিনায়ক বেছে নিয়েছেন। তবে উথাপ্পা মনে করেন যদি ফিট থাকেন রোহিত, তাহলে বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েও কোনও সমস্যা থাকার কথা নয় হিটম্য়ানের।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলছেন, ''রোহিত ও বিরাটের উপস্থিতি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি রোহিত আগামী ২ বছর পরেও নিজেকে ফিট রাখতে পারে, যদি সে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলে নিজেকে তৈরি করে নিতে পারে বিশ্বকাপের জন্য, তাহলে ওর ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সমস্যাই থাকার কথা নয়।''
ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই নেই প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ। এছাড়াও থাকছে চমক। ওয়ান ডে স্কোয়াডে ফিরলেন তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক। নিঃসন্দেহে জস হ্যাজেলউডের সঙ্গে নতুন বলে জুটি বাঁধবেন তারকা বাঁহাতি পেসার। তবে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। ফর্মে না থাকার জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দলে আছেন অ্য়াডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জশ ইংলিশরা। ওয়ান ডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্য়াথু রেনেশঁ। এছাড়াও ক্যামেরন গ্রিন, ম্য়াথু শর্টরা রয়েছেন। টি-টোয়েন্টি স্কোয়াডে নেই গ্লেন ম্য়াক্সওয়েল। কব্জির চোট এখনও সারেনি। তাই তাঁকে ছাড়াই প্রথম দুটো টি-টোয়েন্টিতে খেলবে অস্ট্রেলিয়া।




















