Rohit Sharma: ''টেস্টে ওপেনার হিসেবে ওর দিন ফুরিয়েছিল..'', রোহিতকে খোঁচা দিয়ে আর কী বললেন মঞ্জরেকর?
Sanjay Manjrear On Rohit Sharma: সাদা পোশাকের ক্রিকেটের টানা ব্যাটিং ব্য়র্থতা ও একইসঙ্গে অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছিলেন না রোহিত। যা চাপ তৈরি করেছিল তাঁর ওপর।

মুম্বই: আইপিএল চলার মাঝেই আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। অনেকেই হিটম্য়ানের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। আসন্ন ইংল্যান্ড সফরে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে রোহিতকেই অধিনায়ক হিসেবে দেখে এগোতে চাইছিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। কিন্তু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অবসরের সিদ্ধান্তের কথা আচমকাই জানিয়ে দিয়েছেন রোহিত। যদিও মুম্বইকরের এই সিদ্ধান্তে একেবারেই অবাক নন সঞ্জয় মঞ্জরেকর।
নিজের সোশ্য়াল মিডিয়ায় রোহিতের সাম্প্রতিক সময়ের টেস্টে পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''রোহিতের শেষ ১৫ ইনিংস রান সংখ্যা ১৬৫। এর মধ্য়ে ১০টি ইনিংস ভারতের মাটিতে খেলা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই শেষ ১৫ ইনিংসে রোহিতের গড় ১০.৯। আমার মতে রোহিত শর্মার টেস্ট ওপেনার হিসেবে দিন শেষ। তাই...'' এই পোস্টের মাধ্যমে মঞ্জরেকর এটাই বোঝাতে চেয়েছেন যে রোহিত যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনও ভুল নয়।
সাদা পোশাকের ক্রিকেটের টানা ব্যাটিং ব্য়র্থতা ও একইসঙ্গে অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছিলেন না রোহিত। যা চাপ তৈরি করেছিল তাঁর ওপর। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয় টিম ইন্ডিয়াকে। এরপর অস্ট্রেলিয়ায় বর্ডার গাওস্কর ট্রফিতেও ১-৩ ব্যবধানে সিরিজ খোয়াতে হয়। নির্বাচকদের তরফেও ইংল্যান্ড সিরিজেই রোহিতকে ডেটলাইন দেওয়া হয়েছিল। রুটদের দেশে যদি পারফরম্য়ান্স খারাপ থাকত তাহলে হয়ত নেতৃত্ব হারানোর সঙ্গে সঙ্গে নিজের দলে জায়গাও হারাতে পারতেন রোহিত। দেওয়াল লিখনটা বোধহয় বুঝতে পেরে আগে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হিটম্য়ান।
গত বছর অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। তাঁর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। তবে রোহিত জানিয়েছিলেন, বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।
বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ রোহিত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'সকলকে জানাচ্ছি, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলাম। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের মুহূর্ত। বছরের পর বছর ধরে যে ভালবাসা ও সমর্থন দিয়ে গিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।' পাশাপাশি রোহিত লিখেছেন, 'আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।'
আরও পড়ুন: নাইটদের আইপিএলে খারাপ পারফরম্য়ান্সের জন্য পুরোপুরি রাহানেকেই দায়ী করলেন এই বিশ্বজয়ী




















