IND vs ENG: ইংল্যান্ডে গেলে রোহিত ডাহা ফেল করতেন? বিরাটের সমর্থনে কী বললেন প্রাক্তন ক্রিকেটার?
Virat Kohli And Rohit Sharma: টেস্টে ৬৭ ম্য়াচ খেলার পর অবসর নিয়েছেন রোহিত। অন্য়দিকে বিরাটের ঝুলিতে রয়েছে ১২৩ টেস্টের অভিজ্ঞতা। রোহিতের গড় ৪০। অন্য়দিকে কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫।

মুম্বই: ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইংল্যান্ডের মত শক্তিশালী দেশের বিরুদ্ধে মাঠে নামার আগে যা কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে ভারতীয় দলকে। কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন যে টেস্টে বিরাটের যা পারফরম্য়ান্স তার ধারেকাছে নেই রোহিত। সেনা দেশে বিরাটের পারফরম্য়ান্স রোহিতের থেকে অনেক এগিয়ে বলেই মনে করেন মঞ্জরেকর।
টেস্টে ৬৭ ম্য়াচ খেলার পর অবসর নিয়েছেন রোহিত। অন্য়দিকে বিরাটের ঝুলিতে রয়েছে ১২৩ টেস্টের অভিজ্ঞতা। রোহিতের গড় ৪০। অন্য়দিকে কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে মঞ্জরেকর লিখেছেন, ''সাদা বলের ফর্ম্য়াটে রোহিত ও বিরাটের অবদান ভারতীয় ক্রিকেটে বিশাল। এমনকী দুজনের মধ্যে কে বেশি ভাল, তা নিয়ে তর্কও চলে। ওঁদের মধ্য়ে তুলনা টানা হয়। কিন্তু আমার মনে হয় না যে সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দলে রোহিত বিরাটের ধারেকাছেও আছে বলে।''
মঞ্জরেকর আরও বলেন, ''সেনা দেশে পারফরম্য়ান্সের বিষয় যখন উঠে আসে। তখন বিরাট কোহলির রেকর্ড কিন্তু ওঁর পক্ষেই কথা বলছে। ৩০ টেস্টে ১২টি শতরান। রোহিত শর্মার সেখানে ইংল্যান্ডের মাটিতে ২০২১ সালে একটি সেঞ্চুরি বাদ দিলে আর কোনও সেঞ্চুরি নেই। ওর গড় এই মুহূর্তে ৪০। আমি নিশ্চিত যদি ও টেস্টে খেলে যেত। ইংল্যান্ড সফরে যেত, তবে ওর গড় ৩০ এর নীচে নেমে যেত। এই ফর্ম্যাটে বিরাটের ধারেকাছে কেউ নেই ভারতীয় দলে এই মুহূর্তে।''
এদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে বিদায়ী সংবর্ধনা পেতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামী অক্টোবরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেখানে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে নামবেন ২ জনে। যা দু জনেরই নিশ্চিতভাবেই শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে। ক্যাঙ্গারুর দেশে নিজেদের কেরিয়ারে অসংখ্য স্মরণীয় ম্য়াচ খেলেছেন ২ কিংবদন্তি ব্যাটার। তাই তাঁদের শেষ অস্ট্রেলিয়া সফরকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ খেলার লক্ষ্যেই এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত অবসর ঘোষণা করেননি দুই তারকা ব্যাটার। দেশের মাটিতে না হোক, এবার বিদেশে বিদায়ী সংবর্ধনা পেতে পারেন বিরাট ও রোহিত। ক্রিকেট অস্ট্রেলিয়া এই নিয়ে ভাবনা চিন্তা করছে।




















