Salil Ankola Mother: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ
Salil Ankola mother dead: দীর্ঘক্ষণ ডাকলেও দরজা না খোলায় পরিচারিকা পুলিশকে খবর দেওয়ায় তাঁরা এসে মায়া দেবীর দেহ ফ্ল্যাট থেকে উদ্বার করেন।
![Salil Ankola Mother: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ former Indian cricketer turned actor Salil Ankola Mother found dead inside their flat in pune police investigate Salil Ankola Mother: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/05/3b508147378d8088ad2b8aa26aa390681728134955752507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের সঙ্গে একই ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন তিনি। সচিনের মতো উচ্চতায় পৌঁছতে পারেননি তিনি। দীর্ঘসময় রুপোলি পর্দায়ও অভিনেতা হিসাবে জমিয়ে কাজ করেছেন। সেই সলিল আঙ্কোলার (Salil Ankola) পরিবারে শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর মা।
শুক্রবার পুণের প্রভাত রোডে সলিলদের বাড়িতে ছিলেন তাঁর মা। কিন্তু তাঁদের ফ্ল্যাটে গিয়ে পরিচারিকা দীর্ঘক্ষণ হাকডাক দিলেও সলিলের মা মালা অশোক আঙ্কোলা (Salil Ankola Mother) দরজা খোলেননি। তারপরেই উদ্বিগ্ন পরিচারিকা লোকাল থানার পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ সেখানে গিয়ে মায়া দেবীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নিয়ে যাওয়ার পরেই ডাক্তাররা পর্যবেক্ষণের পর তিনি মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ সিংহ গিল জানান, 'ঘটনাটি প্রকাশ্যে আসে যখন পরিচারিকা ফ্ল্যাটে এসে দরজার কড়া নাড়েন । কেউ জবাব না দেওয়ায় তিনিই আত্মীয় স্বজনদের খবর দেন। দরজা খোলা হলে গলা কাটা অবস্থায় মহিলাকে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে পর্যবেক্ষণে মনে করা হচ্ছে আঘাতগুলি তাঁর নিজেরই করা। তবে আমরা সবদিক থেকে সব সম্ভবনা খতিয়ে দেখছি।'
পুলিশ কমিশনার আরও জানান যে সলিলের মা, ৭৭ বছর বয়সি মালা আঙ্কোলা মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মনে করা হচ্ছে তিনি নিজেই সবটা করেছেন। ঘরে জোর করে কারুর ঢোকার কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেশিরাও কোনওরকম আওয়াজ শুনতে পারেননি বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পাড়া-প্রতিবেশিদের সঙ্গেও কথা বলছেন।
সলিলদের পুণের বাড়িতে, ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা তো গিয়েইছেন, উপরন্তু তদন্তের জন্য একাধিক দলও গঠন করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সলিলের প্রাক্তন স্ত্রী, পরিণীতার দেহও কিন্তু পুণের ফ্ল্যাট থেকেই উদ্বার করা হয়েছিল। ২০১৩ সালের ডিসেম্বরে তিনি আত্মহত্যা করেছিলেন। তারপর ফের একবার সলিলের পরিবারে রহস্যজনক পরিস্থিততে মৃত্যু। শোকের ছায়া পরিবারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গ্বালিয়রের নতুন মাঠে বসছে ভারত-বাংলাদেশ ম্যাচের আসর, কেমন থাকবে আবহাওয়া, পিচই বা হবে কেমন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)