Vaibhav Suryavanshi: ইংল্যান্ডে সেঞ্চুরি হাঁকানো সূর্যবংশীকে দরাজ সার্টিফিকেট ধবনের, দিলেন সতর্কবার্তাও
Shikhar Dhawan On Vaibhav Suryavanshi: এই মুহূর্তে ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সে দেশ গিয়েই সেঞ্চুরি হাঁকিয়েছে। ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছে সে। এর আগে ৩১ বলে ৮৬ রান করেছে সে।

মুম্বই: মাত্র ১৪ বছর বয়সেই ২২ গজে নিজের জাত চিনিয়েছে সে। বিহার ক্রিকেট অ্য়াসোসিয়েশনের গণ্ডি পেরিয়ে আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের জার্সিতে দাপটে শতরান। গুচ্ছ গুচ্ছ রেকর্ড গড়া। ভারতীয় যুব দলের জার্সি গায়ে চাপিয়েছেন। এই মুহূর্তে ইংল্য়ান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে সে দেশ গিয়েই সেঞ্চুরি হাঁকিয়েছে। ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছে সে। এর আগে ৩১ বলে ৮৬ রান করেছে সে। এক বাঁহাতির সাফল্যে বেজায় খুশি আরেক বাঁহাতি ওপেনার। প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধবন দরাজ সার্টিফিকেট দিলেন বৈভবকে। তবে সতর্কও করেছেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ধবন বলেন, ''কত বছর বয়স ওর? ১৩, ১৪? এই বয়সে আইপিএল খেলা সত্যি অবিশ্বাস্য! যেভাবে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে খেলেছে তাতে ওর প্রশংসা করতেই হয়। আত্মবিশ্বাসে ভরপুর একটা ছেলে। বড় শট খেলার ক্ষেত্রে যে সাহস ও দেখায় তার কোনও তুলনা হয় না। আইপিএলকে ধন্যবাদ। এত কম বয়সের একজন প্রতিভাকে এভাবে তুলে ধরার জন্য়। ওর মত ১৪ বছরের একটা ছেলের জন্য গর্বের বিষয়। ওর পরিবারের জন্যও দারুণ খবর। স্বপ্নকে যেভাবে বাস্তবে পরিণত করেছে বৈভব, তা বলতেই হবে। ওকে শুভেচ্ছা।''
কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরকে পেয়েছে বৈভব। সে প্রসঙ্গ উল্লেখ করে ধবন বলেন, ''ও এত কম বয়সেই রাহুল দ্রাবিড়ের তত্বাবধানে এসেছে। যা ওকে অনেক পরিণত ব্যাটার হিসেবে তৈরি করছে ধীরে ধীরে। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরকে রাজস্থানে পেয়েছে ও।''
তবে প্রশংসা করলেও বৈভবকে সতর্কও করে দিচ্ছেন ধবন। তিনি বলছেন, ''বৈভবের জন্য সত্যিকারের চ্য়ালেঞ্জ হতে পারে এত পরিচিত ধরে রাখা। একজন সত্যিকারের ভাল মানুষ হিসেবে তৈরি করার কারিগর রাহুল ভাই ও বিক্রম পাজি। ওঁরা বৈভবের চারপাশে রয়েছে। এটা অবশ্য়ই গুরুত্বপূর্ণ যে একজন ভাল ক্রিকেটারের সঙ্গে একজন ভাল মানুষ হয়ে ওঠা জরুরি।"
প্রথম দুই ম্যাচে আগ্রাসী ব্যাটিং করলেও, ৪৮ ও ৪৫ রানে আউট হয়ে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছিল সে। তৃতীয় ম্য়াচে মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এবার বাঁ-হাতি টপ ওপেনার সেঞ্চুরিই হাঁকিয়ে ফেলল। আইপিএলে কনিষ্ঠতম তো বটেই, ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের মালিকের নাম বৈভব সূর্যবংশী। এবার সে যুব ওয়ান ডেতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্রুততম শতরান হাঁকাল। উরস্টারে মাত্র ৫২ বলে সেঞ্চুরি এল যশস্বীর ব্য়াট থেকে। এদিন ইংল্যান্ড টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠিয়েছিল। সুযোগ পেয়ে প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ঝড় তুলল বৈভব।



















