IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে দুটো সেঞ্চুরি বিরাটের ব্যাটে দেখতে চান হরভজন
Harbhajan On Virat: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের গড় ৫১.০৪। ২০২৫ আইপিএলের পর বিরাটকে ফের একবার ২২ গজে খেলতে দেখা যাবে আগামী ১৯ অক্টোবর থেকে।

মুম্বই: অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে ওয়ান ডে সিরিজে কি আদৌ ছন্দে পাওয়া যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)? হরভজন সিংহ (Harbhajan Singh) মনে করেন তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে অন্ততপক্ষে দুটো সেঞ্চুরি হাঁকাবে কিং কোহলি। প্রাক্তন ভারতীয় অফস্পিনার মনে করেন অস্ট্রেলিয়ার মাটি বিরাটের জন্য খুবই পছন্দের ও পয়া। তাই সেখানে বড় রান করতে পারবেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''অস্ট্রেলিয়া বিরাটের জন্য় খুব পছন্দের ভেন্য়ু। এছাড়া আইপিএলের পর ফের কামব্যাক করতে চলেছে কোহলি। আমি ওকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। তিনটি ওয়ান ডে ম্য়াচে দেখা যাবে কোহলিকে। আমি নিশ্চিত ওই তিনটি ম্য়াচের মধ্য়ে দুটো সেঞ্চুরি বিরাটের ব্যাট থেকে দেখতে পাব।''
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের গড় ৫১.০৪। ২০২৫ আইপিএলের পর বিরাটকে ফের একবার ২২ গজে খেলতে দেখা যাবে আগামী ১৯ অক্টোবর থেকে। ভাজ্জি বলছেন, ''বিরাটের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার কিছুই নেই। এই বিষয়ে ও গুরু। সবাই বিরাটকেই অনুসরণ করে এই বিষয়ে। তাই ওর ফিটনেস নিয়ে চিন্তার কিছুই নেই। হয়ত ও অনেকের থেকেই বেশি ফিট। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা ফিট প্লেয়ার বিরাট। আমি আগামী অনেকদিন ওকে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে দেখতে চাই।''
বিরাট-রোহিতকে কী বলছেন শাস্ত্রী?
২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই নিজেদের টেস্ট থেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট ও রোহিত। তবে শাস্ত্রী মনে করেন ২ জনের মধ্য়ে এখনও ক্রিকেট রয়েছে অনেকটা। তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলছেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করে বিরাট ও রোহিত। এর আগে টেস্ট ফর্ম্য়াটেও অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেই ভাল পারফর্ম করেছে। তবে দীর্ঘদিন ধরেই দুজনে খেলছে না। কিন্তু ওদের এখনও রানের খিদে রয়েছে ভীষণভাবে।''
অন্য়দিকে, সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে পার্থিব পটেল বলেন, ''বিরাট কোহলি ও রোহিত শর্মা যে ধরণের মানুষ ও প্লেয়ার, ওঁদের গিলের নেতৃত্বে খেলতে কোনও সমস্যা হবে না। বিরাটের দিকে দেখুন, ও যখন ক্য়াপ্টেন হয়েছিল, তখন এম এস ধোনি ম্য়াচ খেলছিল। ওরা জানে যে কীভাবে একজন তরুণ ক্যাপ্টেনকে গ্রুম করতে হয়। ঠিক তেমনই রোহিত যখন ক্যাপ্টেন হয়েছে, তখন বিরাট প্রাক্তন অধিনায়ক ছিল দলের।''




















