Shaharyar Khan: প্রয়াত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খান
Shaharyar Khan Passed Away: শারীরিক অসুস্থতার জন্য ভুগছিলেন এই বর্ষীয়াণ ক্রিকেট প্রশাসক। অবশেষে হার মানলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে শাহরিয়ার খানের মৃত্যুর খবর জানানো হয়েছে।
লাহোর: প্রয়াত শাহরিয়ার খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য ভুগছিলেন এই বর্ষীয়াণ ক্রিকেট প্রশাসক। অবশেষে হার মানলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে শাহরিয়ার খানের মৃত্যুর খবর জানানো হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, "আজ সকালবেলায় লাহোরে প্রাক্তন চেয়ারম্যান শাহরিয়ার খানের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, বোর্ড পরিচালনা পর্ষদ এবং অন্যান্য কর্মীরা গভীর শোকাহত। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শাহরিয়ার খানের পরিবারের সমবেদনা জানাচ্ছে পিসিবি। দেশের ক্রিকেটের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।"
উল্লেখ্য, পিসিবির চেয়ারম্যানের পদে দু বার নিযুক্ত হয়েছিলেন শাহরিয়ার খান। ২০০৩ সালে প্রথমবার এই পদে বসেছিলেন তিনি। যেই মেয়াদকাল ছিল ২০০৬ সাল পর্যন্ত। দ্বিতীয়বার ২০১৪-২০১৭ পর্যন্ত চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন শাহরিয়ার খান। ২০০৩ সালে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজারও ছিলেন তিনি। প্রায় ১২ বছর পর ১৯৯৯ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান দল। সেই দলেরও মিডিয়া ম্যানেজার ছিলেন শাহরিয়ার খান। ২০০৩ সালে শাহরিয়ার যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন পাক ক্রিকেটে আর্থিক ডামাডোল চলছিল। সেখান থেকে দলকে সঠিক দিশা দেখান তিনি।
আজ আইপিএলে কেকেআর নামছে
এদিকে ভারতে গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর বনাম সানরাইজার্স মানে দুই বিশ্বজয়ী, বিশ্বের সেরাদের মধ্যে গণ্য হওয়া দুই ফাস্ট বোলার এবং অবশ্যই আইপিএলের সর্বকালের দুই সবথেকে দামি ক্রিকেটার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের যুদ্ধও বটে। দুই অজ়ি তারকার কে নজর কাড়বেন? তা দেখতে উৎসুক গোটা ক্রিকেট বিশ্ব।
কাদের ম্যাচ?
মরশুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
ম্য়াচটি কলকাতা ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
তার আগে এদিন প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস আমনে সামনে হবে পাঞ্জাব কিংসের।